আর পেট্রল-ডিজেল নয়, এবার চলবে হাইড্রোজেন চালিত গাড়ি

0
62

খাস খবর ডেস্ক: আর বেশিদিন নেই। শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে হাইড্রোজেন চালিত গাড়ি। ডিজেল, পেট্রোল, সিএনজি ও এলপিজির পর আধা হাইব্রিড ও সম্পূর্ণ হাইব্রিড গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে অটোমোবাইল সংস্থাগুলি। এবার দোরগড়ায় হাজির নেক্সট ফুয়েল সেল (হাইড্রোজেন পাওয়ার ফুয়েল) চালিত যানবাহন। টয়োটা, হুন্ডাই এবং নিকোলার মতো বিশ্বের বৃহত্‍ সংস্থাগুলো এই ফুয়েল সেল থেকে গাড়ি তৈরি করছে।

আরও পড়ুনঃ দিনমজুরের পর এবার কাগজ বিক্রেতা, বাঁকুড়ার ভোটে ফের গেরুয়া চমক

- Advertisement -

পাশাপাশি অনেক স্টার্ট-আপ কোম্পানি আছে যারা এই কাজে যোগ দিয়েছে। ফরাসি গাড়ি নির্মাতা রেনো একটি নতুন হাইড্রোজেন চালিত গাড়ির টিজার ছবি পোস্ট করেছেন। যা থেকে বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই এই ধরনের গাড়ি আনতে চলেছে সংস্থা।সুতরাং বলাই যায়, গাড়ি নির্মাতা রেনো হাইড্রোজেন চালিত গাড়ি লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। সেই নতুন কনসেপ্টের গাড়ির ছবিও পোস্ট করেছে সংস্থা।

সূত্রের খবর, এই গাড়িটি চলতি বছর মে মাসে উপস্থাপন করতে পারে রেনো। যা কার্বন নিঃসরণ কমানোর দুর্দান্ত কাজ করবে। এটাই হাইড্রোজেন চালিত কনসেপ্টের প্রথম পরীক্ষা রেনোর। এছাড়াও বিশ্বের একাধিক সংস্থার মতোই রেনোর লক্ষ্য, পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ির সংখ্যা কমানো। নিজের হাইড্রোজেন চালিত গাড়ির টিজার প্রকাশ করে সংস্থা বলেছে, সম্ভাব্য হাইড্রোজেন চালিত গাড়িটি রেনো গ্রুপ এবং রেনো ব্র্যান্ডের ডিকার্বনাইজেশনের দিকে যাত্রার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিকে সামনের দিকে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ বিজেপি ভিখারির দল, ভিক্ষা বৃত্তি করে চলে: Jyotipriya Mallick

কিন্তু, কেমন দেখতে হবে রেনোর হাইড্রোজেন চালিত গাড়িটি? সংস্থার টিজারে গাড়ির সামনের অংশটা দেখা যাচ্ছে। এলইডি হেডলাইট রয়েছে। এই কনসেপ্ট গাড়িটি দেখতে বৈদ্যুতিন গাড়ি মেগানের মতো। যেখানে একটি পাতলা হেডলাইট ক্লাস্টার ক্রসওভার-এর মতো কাঠামো রয়েছে।