বাংলায় আইনের শাসন কই, সংসদে সরব অধীর: টেবিল চাপড়ে সমর্থন সনিয়ার

0
76

কলকাতা: বাংলার আইনশৃঙ্খলা নিয়ে এবার সংসদে সরব হলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। হাওড়ায় নিহত প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান থেকে শুরু করে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সংসদে সরব হন তিনি৷ অধীরের অভিযোগ, ‘‘বাংলায় অরাজকতা চলছে৷ আইনের কোনও শাসন নেই৷’’ বস্তুত, অধীরের এই বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন করতে দেখা যায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকেও৷

প্রসঙ্গত, রবিবার খুন হন পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। অভিযোগ, বিরোধী পুরবোর্ড দখলের লক্ষ্যই কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হয়েছে৷ ওই প্রসঙ্গ টেনেই এদিন বাংলার আইন শৃঙ্খলার প্রশ্নে সংসদে সরব হন অধীর৷ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি৷ এটা যে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলা জুড়ে এমন অরাজকতা যে ধারাবাহিকভাবে ঘটে চলেছে তা বোঝাতে এরই সঙ্গে হাওড়ার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের হত্যাকাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন অধীর৷

- Advertisement -

বস্তুত, আনিস কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য পুলিশের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই প্রসঙ্গ টেনে এনে অধীর বোঝাতে চেয়েছেন, আদতে বাংলার অরাজকতার পিছনে রয়েছে পুলিশি ভূমিকাও৷ সামনেই আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচন৷ তার আগে আইনশৃঙ্খলার প্রশ্নে বাংলার বেআব্রু দশাটা অধীর লোকসভায় সামনে নিয়ে আসায় ‘বিশেষ তাৎপর্য’ দেখছে তৃণমূল৷ বস্তুত, অধীর এদিন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার সময় তার বক্তব্যকে নিশানা করে পাল্টা স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের৷ যার জেরে সংসদে তুমুল উত্তেজনা তৈরি হয়৷

আরও পড়ুন: বন্ধ বিমান পরিষেবা, ট্রেনই ভরসা যাত্রীদের: Air Services