West Bengal Election 2021: ভোটারদের প্রভাবিত করায় অভিযুক্ত কেন্দ্রীয়বাহিনী

বিজেপিকে ভোট দিন

0
25

খাসখবর ডেস্ক: ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ প্রথম দফা নির্বাচন থেকে শোনা গিয়েছে৷ যা নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরকে কাঠগড়ায় তুলেছে৷ কিন্তু তৃতীয় দফা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে৷

জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে ভোট গ্রহণ চলছে৷ তার মধ্যে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে৷ এমনকি ভোটারদের মারধর করাও হয় বলেও অভিযোগ৷ যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয়বাহিনী৷

- Advertisement -

স্থানীয়দের একাংশের অভিযোগ, তারা নিজেদের কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন৷ সেই সময় তাদের বাধা দেয় কেন্দ্রীয়বাহিনী৷ সেই সঙ্গে বুথে ঢুকতেও বাধা দেওয়া হয়৷ ভোটারদের রাস্তা আটকে বিজেপিতে ভোট দেওয়ার কথা বলে কেন্দ্রীয়বাহিনী৷ ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ৷

অন্যদিকে, নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে তারকেশ্বর৷ জানা গিয়েছে, ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে৷ সোমবার সেখানেই ছিলেন ওই আট জন৷ এদিন ওই এলাকার এক নাবালিকা পাশে বন্ধুর বাড়িতে বই আনতে যায়৷ সেই ওই নাবালিকাকে সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷

শুধু তাই নয় ওই নাবালিকাকে টাকার লোভ দেখিয়ে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের বিরুদ্ধে৷ ঘটনার নাবালিকা চিৎকার শুরু করে৷ তার চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে৷ নাবালিকাকে উদ্ধার করে৷ সেই সঙ্গে ওই জওয়ানকে জুতো পেটা করে স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ৷