পোলিং এজেন্টদের মারধর, অভিযোগের তীর বিজেপির দিকে

0
30

বিক্রম কর্মকার, ত্রিপুরা: সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ২৬ নং বীরচন্দ্র নগর কলসী কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণের কাজ। এরই মাঝে পোলিং এজেন্টদের মারধরের অভিযোগে উঠল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে।

- Advertisement -

সারা বাংলায় পাশাপাশি ত্রিপুরায় শুরু হল ভোট। ত্রিপুরায় উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ২৬ নং কেন্দ্রে শুরু হয় ভোট দানের প্রক্রিয়া। এরই মধ্যে ২৬ নং কেন্দ্রের ২ নং ও ৩ নং পোলিং ষ্টেশনে ভোটগ্রহন চলাকালীন সময়ে কিছু সংখ্যক সমস্যার কথা উঠে আসল।

জানা গিয়েছে, ২নং পোলিং ষ্টেশন দ্রোনজয় চৌধুরী পাড়া হাইস্কুলে তিপ্রা মথার পোলিং এজেন্ট ও ৩ নং কেন্দ্রের হেমতা বাড়ী এস বি স্কুলে সি পি আই এম এর পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠে আসল। অভিযোগের তীর ২৬ নং কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং- এর বিরুদ্ধে।

এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ২৬ নং কেন্দ্রের সি পি আই এম মনোনীত প্রার্থী সত্যজিৎ রিয়াং। তিনি জানান, এই বিষয়ে রিটার্নিং অফিসার তথা দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহাকে জানিয়েছেন। মহকুমা শাসক কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ না করলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

এই বিক্ষিপ্ত ঘটনাগুলিকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার (২৬ নং বীর চন্দ্র কলসি কেন্দ্রে) ৪৫% ভোট হয়েছে।