আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া বিজেপি কর্মীদের

0
28

আরামবাগ: ভোট চলাকালীন হামলার শিকার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। তৃণমূলের অভিযোগ, মহিলা পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেছে সুজাতাকে। তৃণমূল প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এদিন সকালেই বিজেপির বিরুদ্ধে সরব হন সুজাতা। সুজাতা বলেন, আমরা যেখানে শক্তিশালী সেখানে ভোট করতে দেওয়া হচ্ছে না। ৪৫ নম্বর বুথে তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে চলে যাচ্ছে। একাধিক জায়গায় আমাদের কর্মীদের মারধোর করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজেপিতে ভোট দিতে বলছে বলেও অভিযোগ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী।

- Advertisement -

সুজাতার এই বক্তব্যের পরপরই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। প্রসঙ্গত, তৃতীয় দফার ভোট শুরু হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর মিলেছে। হাওড়ায়, দক্ষিণ ২৪ পরগনার নানা এলাকায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের শকুন্তলায় আক্রান্ত হয়েছেন এক আইএসএফ কর্মী। আব্বাস সিদ্দিকির দলের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় কালু গাজি নামে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) সূত্রে খবর, এদিন সকালে কালু গাজি চায়ের দোকানে যান। সেই সময় আচমকায় তাঁকে ঘিরে ধরেন কিছু ব্যক্তি। তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। দুষ্কৃতীরা কালু গাজির মাথাও ফাটিয়ে দেয়। স্থানীয়রাই কালুকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে এলাকায় পুলিশ আসে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

একই জেলার বারুইপুরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বারুইপুর পূর্বের চক্রবর্তী আবাদ এলাকায় শাসকদলের ক্যাম্প থেকে তৃণমূল প্রার্থীর নাম লেখা নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে ওই এলাকাতেই ছোলা-মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এদিকে বারুইপুর পূর্বের দক্ষিণ বেলেগাছি কানাপাড়া এলাকায় রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে খবর দেওয়া হলেও তারা গ্রামে আসেননি। এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে হাওড়ারই উলুবেড়িয়ার এক তৃণমূল নেতার বাড়িতে ইভিএম পৌঁছে দেওয়ার অভিযোগে এক সেক্টর অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ইভিএম সরানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই ইভিএম-ভিভিপ্যাট ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যেই নতুন সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে।

ওই বিধানসভার এক তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির সেক্টর অফিসারের দিকে। তিনিই ওই সরঞ্জামগুলি শাসকদলের নেতার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থী চিরন বেরার দাবি, গতকাল মাঝরাতে গাঁতাইত পাড়ায় স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের বাড়িতে ইভিএম ও ভিভিপ্যাটের সেট পৌঁছে দেন সেক্টর অফিসার।

আজ রাজ্যের তিন জেলার ৩১টি আসনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জেলাগুলি হল- হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা। হাওড়ার ৭টি, হুগলির ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ১৬টি আসনে ভোট হচ্ছে আজ। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফায় মোট ৬০টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে৷

নির্বাচন কমিশন সূত্রের খবর, তৃতীয় দফায় তিন জেলায় মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মোতায়েন থাকবে ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হুগলিতে ১৬৭ কোম্পানি এবং হাওড়ায় ১৪৪ কোম্পানি। প্রথম ও দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে নির্বাচন কমিশনের দাবি৷ এবার তৃতীয় দফা ভোটও শান্তিপূর্ণভাবে করতে বদ্ধপরিকর কমিশন৷