বিজেপির ষড়যন্ত্রেই আট দফায় ভোট: সৌগত

0
101

অলোক ঘোষ, ব্যারাকপুর: বিজেপি ও নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখেই আক্রমণ তীব্রতর করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ তথা অধ্যপক সৌগত রায়৷ তাঁর কথায়, ‘‘বাংলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাও খারাপ হয়ে যায়নি যে এখানে আট দফায় ভোট করতে হবে। বিজেপির ষড়যন্ত্র রয়েছে এরমধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আট দফা ভোট করানোর বিরোধিতা করেছেন।’’

এরপরই পরোক্ষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি৷ সৌগতর কথায়, ‘‘তামিলনাড়ুতে ২৩৪টি আসন৷ ওখানে এক দফায় ভোট আর বাংলায় আট দফা৷ এটা কিসের ভিত্তিতে হল?’’ শনিবার উত্তর ২৪ পরগনার বরানগরে রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন সৌগতবাবু৷ সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে নির্বাচন কমিশনের আট দফা ভোট করানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সাংসদ সৌগত রায়।

- Advertisement -

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও এক হাত নিয়েছেন তিনি৷ দিলীপ ঘোষকে ‘মূর্খ’ বলে অভীহিত করে বলেছেন, ‘‘আমি শুনেছি, ও বলেছে ওরা ক্ষমতায় আসলে

এক দফায় ভোট করবে। ও মূর্খ। দিবা স্বপ্ন দেখছে, ওর স্বপ্ন পূরণ হবে না । ওরা বাংলায় কোন দিন ক্ষমতায় আসবে না।’’ একই সঙ্গে আব্বাস সিদ্দিকীকে ‘বাচ্চা ছেলে’ বলেও কটাক্ষ করেছেন সৌগত৷ তাঁর কথায়, ‘‘আব্বাস সিদ্দিকীকে সাহায্য করছে সিপিএম। তবে ও নতুন এসেছে, বাচ্চা ছেলে। বাংলার ভোটে ও তেমন কিছু প্রভাব ফেলতে পারবে না।”