কঙ্গনার জন্য মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে হৃত্বিক রোশন

0
154

অর্পিতা দাস: সপ্তাহের শেষেই মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বয়ান দিতে পৌঁছলেন অভিনেতা হৃত্বিক রোশন। ২০১৬ সালে কঙ্গনা রানাওয়াতকে পাঠানো ফেক মেল ঘিরে নিজের স্টেটমেন্ট দিতেই মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে পৌছলেন হৃত্বিক।

২০১৬ সাল থেকে কঙ্গনা রানাওয়াত এবং কঙ্গনা রানাওয়াতকে ঘিরে পুলিশ কেস- কোনটাই পিছু ছাড়ছে না অভিনেতা হৃত্বিক রোশনের। হৃত্বিক সেই সময় অভিযোগ আনেন, বিশেষ কোনও ব্যক্তি ষড়যন্ত্র করে তাঁর নামে ফেক অ্যাকাউন্ট খুলে কঙ্গনা রানাওয়াতকে মেল পাঠাচ্ছেন।

- Advertisement -

সেই সময় এই বিষয়কে ঘিরে অনেক জল ঘোলা হয়। ফের ২০২০ সালে হৃত্বিকের উকিল মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে এই পেন্ডিং কেস নিয়ে কথা বলেন এবং তারপর‌ই এই কেস মুম্বই ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের কাছে ট্রান্সফার হয়ে যায়।

হৃত্বিক রোশনের বয়ান নেওয়ার জন্য শনিবার মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে ডেকে পাঠানো হয় হৃত্বিককে। সকাল সাড়ে এগারোটা নাগাদ মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে নিজের বয়ান দিতে পৌঁছান হৃত্বিক রোশন। ২০১০ সালে মুক্তি পায় ‘কাইটস’।

২০১৩ সালে হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘Krrish ‘3. এই সূত্র থেকেই আলাপ হৃত্বিক ও কঙ্গনার। শোনা যায় সেই সময়ে তাঁদের সম্পর্কের গভীরতা ক্রমশ বাড়তে থাকে, এমনকি বন্ধুত্ব থেকে প্রেম পর্বেও পৌঁছোয়।

তবে বর্তমানে হৃত্বিক ও কঙ্গনা হয়ে উঠেছেন একে অপরের চিরশত্রু। মাঝেমধ্যেই হৃত্বিককে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় নানান কুমন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত। এমনকি একসময় ঋত্বিককে ‘Silly Ex’ বলে উল্লেখ করেন কঙ্গনা। তারপর থেকেই সম্পর্ক আরও তিক্ত হতে শুরু করে কঙ্গনা রানাওয়াত হৃত্বিক রোশনের মধ্যে।