রাজ্যপালের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

0
2588

কলকাতা : চরমে রাজ্যপালের সঙ্গে শাসকদলের সংঘাত। শুক্রবার তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তারা। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনব। কার মেরুদন্ড সোজা সেটা মানুষ দেখছেন। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পুলিশ-প্রশাসনকে উস্কানি দিচ্ছেন তিনি।”

অন্যদিকে, এদিন সকালেই ফের টুইটে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, ‘পুলিশের শিরদাঁড়ায় আঘাত হেনেছেন মুখ্যমন্ত্রী।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দাগেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই মুহুর্তের ভিডিও নিজের টুইটারে তুলে ধরে রাজ্যপাল লেখেন, ‘চিন্তার বিষয়! সংবাদ মাধ্যমের সামনে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, রাজ্যপাল কি আপনাকে ফোন করেন? ঘটনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

- Advertisement -

রাজ্যপালের বিরোধিতা করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল কী বলছেন জানি না। তবে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের যে কোনও স্তরে পরামর্শ দেওয়া ওঁর কর্তব্য। রাজ্যপালের জ্ঞান আমি শুনব না।”

রাজ্যপালের বিরুদ্ধে এর আগেও একাধিক বার অভিযোগ এনেছিল শাসকদল তৃণমূল। সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছিলেন, “আমার বিরুদ্ধে বারবার খারাপ অভিযোগ আনা হচ্ছে। আমি কোনও খারাপ ভাষা প্রয়োগ করি না। রাজভবনে কোনও পাঁচতারা হোটেল থেকে খাবার আসে না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “রাজভবনের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনছেন! ম্যাডাম চিফ মিনিস্টার, এটা কোনও ইগোর লড়াই নয়। ক্ষমতায় আছেন বলে যে কোনও মন্তব্য করবেন না। রাজ্যের ৯ কোটি মানুষের জন্য কাজ করুন। দেখবেন রাজ্যপালকে আপনি সর্বদাই পাশে পাচ্ছেন।” একইসঙ্গে তিনি আরও বলেন, “কিন্তু, এখানে আইনের শাসন নেই। শাসকের আইন আছে।”