Jadavpur University: বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন্স ডে ফেস্ট, ভুয়ো নোটিসে ছড়াল বিভ্রান্তি

0
988

কলকাতা : ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘ভ্যালেন্টাইন্স ডে ফেস্ট’! একাকী পড়ুয়াদের প্রবেশ নিষিদ্ধ। সঙ্গী খুঁযে নথিভুক্ত করতে হবে নাম।’ ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি বিজ্ঞপ্তি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নোটিস অবৈধ। রেজিস্ট্রারের সই জাল করে এই নোটিস দেওয়া হয়েছে। যদিও কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয়। কর্তৃপক্ষের তরফে যাদবপুর থানা এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে যাদবপুর বিশ্বিবিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, “এমন একটি ভুয়ো নোটিস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে আমায় ছাত্রছাত্রীরা জানিয়েছে। কর্তৃপক্ষ এর সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি যাদবপুর থানায় জানানো হয়েছে।”

- Advertisement -

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি নোটিস জারি করে বিষয়টি খোলসা করা হয়। এ বিষয়ে তদন্ত করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার জেরে যাদবপুর থানার দারস্থ হয়েছে তারা। রেজিস্ট্রারের সই নকল করা একটি গুরুতর অপরাধ এবং সে জন্যই এই পদক্ষেপ। সূত্রের খবর, ছাত্রছাত্রী মহলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিসের পর এই মুহুর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানা গিয়েছে।