ত্রিপুরার জন্যে সময় দিলেন না রাষ্ট্রপতি, অভিযোগ সীতারামের

0
55

নয়াদিল্লি : ত্রিপুরার সাম্প্রতিক উত্তপ্ত রাজনীতির আঁচ এবার এসে পড়ল নয়াদিল্লিতে। মঙ্গলবার বিকেলে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এক সাংবাদিক বৈঠকে বলেন, “রাষ্ট্রপতির কাছে সময় চেয়েও সময় মেলেনি, তিন দিন ধরে চিঠি পড়ে রয়েছে রাষ্ট্রপতি ভবনে”। এমনকি সীতারাম এও বলেন যে, “ ত্রিপুরা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কোনও প্রাপ্তিস্বীকার হয়নি”।

আরও পড়ুন : “যোগী নারী বিরোধী মানসিকতার চ্যাম্পিয়ন” বললেন প্রিয়াঙ্কা

- Advertisement -

সাংবাদিক বৈঠকে সীতারাম ইয়েচুরির সঙ্গেই ছিলেন সিপিএম পলিটব্যুরোর অন্যতম সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরী। মানিক সরকার বলেন, “বিজেপি ত্রিপুরাকে ল্যাবরেটরি বানাতে চাইছে। ফ্যাসিবাদের ল্যাবরেটরি, যেখানে একনায়কতান্ত্রিক শাসনের কর্মশালা চলে” এমনকি মানিক সরকার বিস্ফোরক অভিযোগ করে বলেন,”ত্রিপুরায় ভারতের সংবিধান চলে না, সেখানে বিজেপি নিজেদের সংবিধান চালাচ্ছে”। 

আরও পড়ুন : ২৭ তারিখের ধর্মঘটের সমর্থনে পথে নামল বামেরা

প্রসঙ্গত গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। ৮ সেপ্টেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় সিপিএমের রাজ্য দপ্তরের উপর আক্রমণ চলে। সিপিএমের অভিযোগ পুরো আক্রমণটাই রাজ্য সরকার ও বিজেপি দ্বারা পরিচালিত হয়েছে। এমনকি সংবাদমাধ্যমের অফিসও ভাঙচুর হয় সেদিন। 

আরও পড়ুন : “যোগীর মন্তব্য আপত্তিকর” বলছেন নাসিরুদ্দিন 

রাজনৈতিক মহলের বক্তব্য যে ক্রমশ ত্রিপুরার সন্ত্রাসের প্রসঙ্গ জাতীয় রাজনীতিতে উঠে আসছে, যা খুবই চিত্তাকর্ষক। ২০২৩ সালে পরবর্তী বিধানসভা নির্বাচন হবে ত্রিপুরায়। তবে তার আগেই যেভাবে ত্রিপুরার রাজনীতির আঁচে তপ্ত হয়ে উঠছে তা নজিরবিহীন বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।