Mamata Breaks Congress: দিল্লিতে দিদির হাত ধরতে চলছেন বড় কংগ্রেস নেতা

রাজনীতির শুরুটা করেছিলেন বিজেপির হাত ধরেই। বিজেপির সাংসদ হিসাবে দ্বারভাঙায় নির্বাচিত হন। তবে ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। এবার তিনিই ধরতে চলেছেন দিদির হাত।

0
77

নয়াদিল্লি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা শুরু থেকেই বলছেন রাজনৈতিক মহল। বাংলা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেমন দল বদল করার খেলায় মেতেছিল ঠিক সেই পিচেই ব্যাট করছে বাংলার শাসক দল। তবে রাজ্যে নয় খেলা শুরু হয়েছে সর্বভারতীয় রাজনীতিতে। একের পর এক সর্বভারতীয় নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। এবার শোনা যাচ্ছে মমতার দিল্লি সফরে ফের ঘর ভাঙছে কংগ্রেসের। শোনা যাচ্ছে আজ ঘাসফুলে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা কীর্তি আজাদ।

গতকাল অর্থাৎ সোমবার দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা ছাড়াও রয়েছে একাধিক কর্মসূচী। সেই সুছির মধ্যেই রয়েছে যোগদান পর্ব। ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর আর মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ দিল্লিতে কীর্তি আজাদের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতেই হতে পারে যোগদান। এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল বা কংগ্রেস কারও কাছ থেকেই কোনও প্রতিক্রিয়া মেলেনি।

- Advertisement -

জানিয়ে রাখা ভালো কীর্তি আজাদ একজন ক্রিকেটার হলেও রাজনীতির দিকেও ছিল তাঁর মন। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কীর্তি আজাদ। তবে রাজনীতির শুরুটা করেছিলেন বিজেপির হাত ধরেই। বিজেপির সাংসদ হিসাবে দ্বারভাঙায় নির্বাচিত হন। তবে ২০১৯ সালে তিনি কংগ্রেসে যোগ দেন। এবার তিনিই ধরতে চলেছেন দিদির হাত।