পশ্চিম বেহালা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী ‘বাংলার দাদা’

প্রার্থী হতে পারেন বিজেপির টিকিটে। সূত্রের খবর, নিজের এলাকা থেকেই প্রার্থী হতে পারেন 'বেহালার ছেলেটা'

0
2570

কলকাতা: ভোটের মুখে ফের শিরোনামে উঠে এলেন বাঙালির ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রাজনীতির ময়দানে নামতে চলেছেন মহারাজ। আর প্রার্থী হতে পারেন বিজেপির টিকিটে। সূত্রের খবর, নিজের এলাকা থেকেই প্রার্থী হতে পারেন ‘বেহালার ছেলেটা’।

আরও পড়ুন- শ্বশুড়বাড়ির সামনে কবজি কেটে আত্মহত্যার চেষ্টা বিজেপি সাংসদের পুত্রবধূর

- Advertisement -

রবিবার দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যদিও সেই তালিকা পূর্ণাঙ্গ নয়। বেহালা পূর্ব কেন্দ্রে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে পদ্ম শিবির। তৃণমূলের টিকিটে জেতা ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এখন বিজেপিতে। তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পূর্বে প্রার্থী করেছে তৃণমূল।

আরও পড়ুন- নন্দীগ্রামে মনোনয়ন বাতিল হতে পারে মমতার

শোনা গিয়েছিল যে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী হতে পারেন শোভনবাবু। সেই সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। এমনই আলোচনা শুরু হয়েছিল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির অন্দরে। ওই দুই বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করেনি বিজেপি। এখনও পর্যন্ত কোনও তালিকায় তাঁদের নাম নেই।

এই অবস্থায় সোমবার জানা গিয়েছে আরও চাঞ্চল্যকর তথ্য। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে এমনই ভাবনাচিন্তা করা হচ্ছে। সৌরভের বিজেপি যোগের জল্পনা নতুন নয়। যদিও অনেক আগেই নিজের রাজনীতিতে যোগের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন মহারাজ। বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত সেই জল্পনায় যবনিকা পড়ছে না।

আরও পড়ুন- তৃণমূলের বহিরাগত নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

আগে শোনা যাচ্ছিল যে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। আর বেহালা পশ্চিমে প্রার্থী হতে পারেন তাঁর বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেহালা পূর্বে পায়েল সরকারকে প্রার্থী করা হয়েছে। সূত্রে খবর, বেহালা পশ্চিম আসনে শোভনবাবুকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব। যদিও সেই প্রস্তাবে নারাজ ছিলেন শোভনবাবু।

প্রার্থীপদ না পেয়ে দল ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন শোভন-বৈশাখী। এই অবস্থায় পূর্বের মতো বেহালা পশ্চিমেও তারকা ব্যক্তিকেই প্রার্থী করতে চলেছে পদ্ম শিবির। আর সেই তারকা হলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। প্রার্থীপদ নিয়ে কোন্দলের মাঝে ভূমিপুত্র সৌরভকে বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হলে তা মাস্টার স্ট্রোক হতে পারে বিজেপির।