মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক

0
1692

নিজস্ব সংবাদদাতা, মালদহ: তৃণমূল কর্মী খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ৷ গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ মাতলাব৷ তাঁদের এই ভূমিকায় খুশি নিহতের পরিবার ও তৃণমূলের কর্মী-সমর্থকেরা৷

উল্লেখ্য, গত ১৩ মার্চ মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের একটি আমবাগান থেকে তৃণমূল কর্মী আব্দুল বারেকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অভিযোগ তোলে পরিবারের লোকজন ও এলাকাবাসী। মৃতার পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। ঘটনার তদন্ত শুরু করে মানিকচক থানার পুলিশ।

- Advertisement -

তদন্তে নেমে পুলিশ শেখ মাতলাব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি মানিকচক থানার শেখপুরা গ্রামে। রবিবার গভীর রাতে শেখপুরা গ্রাম থেকে পুলিশ মাতলাবকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭৫ হাজার টাকা সুদে শেখ মাতলাব মৃত আব্দুল বারিককে দিয়েছিল।

ধারের সেই টাকা নিয়ে গণ্ডগোল তার জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনায় আরও কিছু লোক জড়িত হতে পারে বলে মানিকচক থানার পুলিশ আধিকারিকরা মনে করছেন। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়৷ বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন৷