‘বাড়িতে পৌঁছে যাবে রেশন, দোকানে যেতে হবে না’, পুরুলিয়া জনসভায় মমতা

0
814
File Photo

খাস খবর ডেস্ক: চলতি বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন বিলির কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি জনসভা থেকে বড় ঘোষণা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, আগামিদিনে বাড়িতে বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে৷ সামগ্রী নিতে আর দোকানে যেতে হবে না৷

পায়ে প্লাস্টার৷ ঠিক মতো হাঁটতে পারছেন না৷ চিকিৎসকরা ১৫ দিন বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন৷ কিন্তু নিজের শরীরে আঘাতের পরোয়া না করে পুরোদমে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ পুরুলিয়ায় জনসভা ছিল তাঁর৷ সেখানে গিয়ে তিনি বলেন, ‘‘দুর্ঘটনায় আমি আহত হয়েছিলাম৷ কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি৷’’

- Advertisement -

মমতা এদিন বলেন, ‘‘যতদিন আমার গলায় শ্বাস আছে, হৃদয় চলবে, ততদিন আমার দলা বন্ধ করতে পারবে না৷ আমাকে আক্রমণ করলে আমার মা বোনেরা হাতা খুন্তি নিয়ে জবাব দেবে৷ আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তাও আমি যদি লড়তে পারি, আমার দুটো হাত ভেঙে দিয়েছে, তাও যদি আমি লড়াই করতে পারি, তোমরা কেন পারবে না৷’’

পায়ে আঘাত প্রসঙ্গে মমতা বলেন, ‘‘মানুষের যন্ত্রণা আমার যন্ত্রণার থেকে অনেক বেশি৷ দুর্ঘটনায় আমি আহত হয়েছি৷ কিন্তু সৌভাগ্যবশত আমি বেঁচে গিয়েছি৷ আমার পায়ে প্লাস্টার, ঠিক মতো হাঁটতে পারছি না৷ অনেকে ভেবেছিল ভাঙা পায়ে আমি ঘর থেকে বেরতে পারব না৷’’

রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও দেন তিনি৷ বলেন, ‘‘আমাদের সরকার এই ক২বছরে লক্ষ লক্ষ জাতির শংসাপত্র দিয়েছে৷ সংখ্যালঘু ভাইবোনদের ঐক্যশ্রী প্রকল্পে দু’কোটির বেশি স্কলারশিপ দিয়েছি৷ বাউড়ি বোর্ড, বাগড়ি বোর্ড, কুর্মি বোর্ড তৈরি করেছি৷ স্কুল কলেজ, পলিটেকনিক, কিসান মান্ডি, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব করে দিয়েছি৷’’