নন্দীগ্রামের ‘চক্রান্তে’র জবাব দিলেন মিনি ভারতের বাসিন্দারা, দাবি খাদ্যমন্ত্রীর

0
79

খাস খবর ডেস্ক: ভবানীপুরকে কার্যত মিনি ভারত বলা চলে। এখানে নানা ভাষাভাষীর মানুষ বসবাস করেন। ভবানীপুর বিধানসভা জুড়েই বাঙালি, গুজরাতি, পঞ্জাবি, মারওয়াড়িদের সঙ্গে মুসলিম ভোটও রয়েছে। অবাঙালি ভোটারদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় রয়েছেন গুজরাতিরা। আর সেই কারণেই ভবানীপুরকে কেন্দ্র করে নিজেদের মত করে ছক সাজিয়েছিল তৃণমূল- বিজেপি দুপক্ষই।

আরও পড়ুনঃ আজ ভারী বর্ষণের পূর্বাভাস, মহালয়াতেও ভাসতে পারে শহর

- Advertisement -

উপনির্বাচনের প্রচারে ভবানীপুর থেকেই ভারত জয়ের যাত্রা শুরু করার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুরকে “মিনি ইন্ডিয়া” বলেও সম্বোধন করেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ের পর গোটা দেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব টুইট করে শুভেচ্ছা জানাচ্ছেন তৃণমূল নেত্রীকে।

আরও পড়ুনঃ সামনে ভোট, কৃষক মৃত্যুতে তপ্ত যোগী রাজ্য: আজ লখনউ যাচ্ছেন মোদী

এর মাঝেই মুখ্যমন্ত্রীর জয় নিয়ে বিজেপিকে এক হাত নিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন বিশ্বাস। তিনি বলেন, “ভবানীপুর নির্বাচনের ফল দিকনির্দেশ দিল যে ভবানীপুর আসলে মিনি ভারত, সারা ভারতের নাগরিকদের রায় আসলে ভবানীপুরের উপনির্বাচনের ফল এর মধ্যে দিয়ে প্রকাশিত হল। ভবানীপুরের মানুষ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হওয়া চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছেন।”

তিনি এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, “তিনি নন্দীগ্রামে ভোটে যা করেছেন সেটা বিচারাধীন তাই কিছু বলব না, তবে ওনার বোঝা উচিত উনি যা করছেন ওসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যাবে না।”