আজ ভারী বর্ষণের পূর্বাভাস, মহালয়াতেও ভাসতে পারে শহর

0
63

খাসখবর ডেস্ক: সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কোথাও কোথাও আবার দেখা মিলেছে বৃষ্টির। তবুও কমছে না গরম। এরই মাঝে ফের ভারী বর্ষণের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তাহলে কি মহালয়াতেও কি জলযন্ত্রণায় ভুগবে শহরবাসী?

যদিও ভারী বর্ষণের পরিমাণ কমবে উত্তরবঙ্গে। আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে সেখানে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমন টাই জানিয়েছে আবহাওয়া অফিস।

- Advertisement -

আরও পড়ুন-নন্দীগ্রামের ‘চক্রান্তে’র জবাব দিলেন মিনি ভারতের বাসিন্দারা, দাবি খাদ্যমন্ত্রীর

পরিস্থিতি অনুকূল থাকায় বুধবার উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে পারে বর্ষা। যদিও মঙ্গলবার অন্তত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনাও খুবই সামান্য। মুর্শিদাবাদ, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বরং তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের।

আরও পড়ুন-প্রথম জীবনে ক্রিকেটারই হতে চেয়েছিলেন সত্যজিৎ, সিদ্ধান্ত বদলান এই কারণে

মঙ্গলবার দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।