খাস প্রতিবেদন: বিরোধীরা বলছেন, সবটাই আইওয়াশ! আরও একধাপ এগিয়ে নীচুতলার পুলিশ কর্মীরা রবি ঠাকুরের ‘দুই বিঘা জমি’র উপেনের স্টাইলে দুঃখভারাক্রান্ত মনে বলছেন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে!’
আরও পড়ুন: ‘যদুবংশ ধংস হয়ে যাচ্ছে, উনি ভাইপোকে বাঁচাতে ব্যস্ত’: Dilip Ghosh
ঘটনার সূত্রপাত, বুধবার ভর সন্ধ্যেয় বারাকপুরের জনবহুল ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের একটি সোনা দোকানে ডাকাতদলের হানা এবং তাঁদের গুলিতে সোনার দোকানের মালিকের ছেলের মৃত্যু৷ একমাসের মধ্যে এলাকায় দু দু’টি খুনের ঘটনা ঘটে যাওয়ায় লক্ষ্মীবারের সকালে নিহতের পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের নিন্দায় সরব হন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ‘এটা আমাদের জন্য কলঙ্কের৷ পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে৷’ বলেও প্রকাশ্যে মন্তব্য করেন অর্জুন৷
আরও পড়ুন: Horoscope Today : আপনার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ! রইল বিস্তারিত
শুধু এখানেই থেমে না থেকে, ‘নিচুতলার পুলিশ কর্মীদের সঙ্গে দুষ্কৃতীদের আঁতাঁতে’র জল্পনাও উস্কে দিয়েছেন অধুনা তৃণমূলে ফিরে আসা (খাতায় কলমে বিজেপি সাংসদ) অর্জুন৷ পুলিশ কেন সবকিছু ফিল্টার করে দেখছে না, সেই প্রশ্নও তুলেছেন৷ আচমকা পুলিশের প্রতি প্রকাশ্যে অর্জুনের এমন রণংদেহী আচরণ আদতে জনমানসের একাংশের সমর্থনও কুড়িয়েছে৷ লক্ষ্মীবারের বেলা থেকে পুলিশের সমালোচনায় মুখর আমজনতার একাংশও৷ বিষয়টির আঁচ গায়ে লাগার পর থেকেই অর্জুনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের নীচুতলার পুলিশ কর্মীরা৷
তাঁদের কথায়, ‘‘গুন্ড, বদমায়েসের জনক নিজেই যদি ১৮০ ডিগ্রি পাল্টি খাই, তাহলে কি বা বলার থাকতে পারে!’’ একান্ত আলাপচারিতায় তাঁরা বলছেন, ‘‘অপরাধীকে ধরেও তো শান্তি নেই৷ থানায় পৌঁছানোর আগেই তাঁকে ছাড়িয়ে নিয়ে যেতে নেতারা হাজির হয়ে যান৷ এ তো সেই বাম জমানা থেকে চলে আসছে৷ এখন সব দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে কি লাভ!’’
নীচুতলার পুলিশ কর্মীদের মন্তব্যকে ১৬ আনা সমর্থন জানিয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তাও বলছেন, ‘‘পুলিশের ওপর থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ তুলে নেওয়া হোক, অপরাধীদের কীভাবে অলআউট করতে হয় আমরা জানি৷’’ বিরোধীরা অবশ্য বলছেন, ‘‘ভোট ব্যাঙ্ক অটুট রাখতে বাস্তবে অপরাধী দমন করার দম অর্জুন সিংয়ের নেই৷ আসলে ড্যামেজ কন্ট্রোলের জন্য এসব বলা হচ্ছে৷’’ এই বিষয়ে অর্জুন সিংয়ের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
আরও পড়ুন: Weather Update: ফের কাঠফাটা গরম, কবে থেকে? রইল বিস্তারিত