তৃণমূলের সবাই চোর নয়: মিঠুন চক্রবর্তী

0
46
Mithun Chakraborty

কলকাতা: “তৃণমূলের সবাই চোর নয়, অনেকেরই দমবন্ধ হয়ে আসছে”, বললেন “মহাগুরু” মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রাক-পুজো সম্মিলনিতে যোগ দিতে বঙ্গে এসেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন হুগলির চুঁচুড়ায় ফের একবার তৃণমূলের নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভবনাকে উসকে দিলেন তিনি। সাম্প্রতিককালে শাসকদলের একাধিক হেভিওয়েট নেতাদের ঝুলির বেড়াল বেরিয়ে পড়ছে।

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়। এই পরিস্থিতিতে বিজেপি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা। এই পরিস্থিতিতে শাসকদলের অস্বস্তি বাড়াতে বঙ্গ-সফরে এসে একের পর এক মন্তব্য করছেন গেরুয়া শিবিরে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, দলে যেন কোনও “পচা আলু” না ঢোকে।

- Advertisement -

আরও পড়ুন- বোরখা পরতে না চাওয়ায় স্ত্রী-কে খুন, গ্রেফতার স্বামী

এদিন রাজ্য সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মিঠুন বলেন, “উনি বলেছিলেন পচা আলু নেবেন না। আমি বলছি, তৃণমূলে এমন অনেকে রয়েছেন যাদের দমবন্ধ হয়ে আসছে। সবাই তো চুরি করেনি”। এর আগে তিনি বলেছিলেন, “তৃণমূলের ২১ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন”। এদিন সেই প্রসঙ্গ টেনে মিঠুন (Mithun Chakraborty) বলেন, “২১ নয়, আমি ৩৮ জনের কথা বলেছি। আর তৃণমূলের মধ্যে এমন অনেকে আছেন যারা তলে তলে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছেন”।

বলা বাহুল্য, ২০২১-এর নির্বাচনের আগে বহু নেতা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তবে রাজ্যে গেরুয়া-জাদু না চলায় একে একে দলে ফিরে আসেন তাঁরা। এবার সামনেই পঞ্চায়েত ভোট। তারপরেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে “পচা আলুকে”দলে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিজেপি।