বাংলার রাজনীতির জ্ঞান নেই অবাঙালিদের: নচিকেতা

0
372

খাস খবর ডেস্ক: আরও একবার বাংলার মসনদে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পিসি বছরের জন্য পশ্চিমবঙ্গের পরিচালনা করবে তৃণমূল কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বঙ্গের বিধানসভা দখল করেছে ঘাস ফুল শিবির। যা নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।

আরও পড়ুন- west bengal assembly election 2021: মমতা সাইক্লোনে ধূলিসাৎ বিজেপি

- Advertisement -

তৃণমূলের বিধাননগর কেন্দ্রের প্রার্থী সুজিত বসুর হয়ে প্রচারেও গিয়েছিলেন এই শিল্পী। সেই প্রার্থী জয়লাভ করেছেন কড়া টক্করের পরে। সুজিত বসুর হয়ে প্রচারে গিয়ে গানও গেয়েছিলেন তিনি। সেই সঙ্গে রাজ্যে তৃণমূলের জয়ের বিষয়েও বিশেষ প্রত্যয়ী দেখা গিয়েছিল তাঁকে। এদিন তৃণমূলের বিপুল সাফল্যের পরে মুখ খুলেছেন বাংলার এই বিশিষ্ট শিল্পী।

আরও পড়ুন- west bengal assembly election 2021: স্বাধীনতার পর এমন পরাজয় ঘটেনি: সূর্যকান্ত

তৃণমূলের জয়ের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নচিকেতা বলেছেন, “আমি নিশ্চিত ছিলাম যে তৃণমূল জিতবেই। সেই কারণেই প্রচারে গিয়েছি। তৃণমূলের জয় এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমার কোনও সন্দেহ ছিল না।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “বাংলার রাজনীতি সম্পর্কে অবাঙালি নেতাদের কোনও ধারণা নেই। এখানে ধর্মের নামে রাজনীতি হয় না। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলায় জেতা যায় না।”

এই প্রসঙ্গে রাজনীতি সম্পর্কে বাঙালির পুরনো ইতিহাস টেনে এনেছেন নচিকেতা। তিনি জানিয়েছেন যে স্বাধীনতা আন্দোলনে সবথেকে বড় ভূমিকা ছিল বাঙালিদের। যার বর প্রমাণ হচ্ছে আন্দামানের সেলুলার জেল। তিনি বলেছেন, “বাংলার মানুষ রাজনীতি নিয়ে যথেষ্ট সচেতন। খুব সহজে বাঙালিদের বোকা বানানো যাবে না।”