কয়েক কোটি টাকার শুল্ক ফাঁকির দায়ে দুর্গাপুরের ব্যবসায়ীকে হাজির আদালতে

0
452

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: প্রায় ৬ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অপরাধে আটক করা হল এক পিগ আয়রন ব্যবসায়ীকে। বুধবার তাকে দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজির করা হয়।

জানা গিয়েছে, পবন বনসল নামে পূর্বাঞ্চলের বড় মাপের ওই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী পুরুলিয়া, বাঁকুড়া জেলার মাঝারি কারখানাগুলিতে উৎপাদিত পিগ আয়রন বিক্রির সঙ্গে জড়িত। শুল্ক দফতরের একটি সূত্র জানায়, পবনের মতো বেশকিছু পিগ আয়রন এবং স্পঞ্জ আয়রন ব্যবসায়ীদের কয়েকটি চক্র নানাভাবে জি.এস.টি সহ অন্যান্য শুল্ক ফাঁকি দিচ্ছিলেন।

- Advertisement -

দুর্গাপুরের জি.এস.টি কমিশনার দফতর সূত্রে জানা গিয়েছে, পবনও এরকম একটি চক্রের পান্ডা। গত কয়েক বছরে পবনের সংস্থা ৬০ কোটি টাকার পিগ আয়রন ব্যবসা করে। কিন্তু, সেই ব্যবসাবাবদ সরকারের প্রাপ্য জি.এস.টি শুল্ক ফাঁকি দিচ্ছিল সংস্থাটি। পবনের মতো লোহা ও আকরিক কেনা-বেচার ব্যবসায়ীরা জাল কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বলেও কিছু নথি শুল্ক দফতরের আধিকারিকদের হাতে এসেছে বিভিন্ন রাজ্যে।

জি.এস.টি শুল্ক বিভাগের গোয়েন্দা শাখার কাছে খবর আসে পবনের বেআইনি কর ফাঁকি দেওয়ার বিষয়টি। তারপরই তাকে আটক করা হয় বলে জানা গিয়েছে। নিঃশ্বব্দে কোটি কোটি টাকার কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযানে এটি একটি বড় সাফল্য বলে মনে করছে বাণিজ্য মহল।