আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, ঘরছাড়া লক্ষাধিক: সায়ন্তন

0
344

মালদহ: বিজেপির রাজ্য সভাপতির পূর্ব ঘোষণানুযায়ী রাজ্যের জেলায় আক্রান্ত এলাকায় যাওয়া শুরু করলেন বিজেপির রাজ্য নেতারা৷ সোমবার মালদহে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ এদিন তিনি গাজোলের ঘরছাড়া তৃণমূল কর্মী, সমর্থকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেন৷ বলেন, ‘‘ভোট পরবর্তী বাংলায় নেই কোনও আইনের শাসন৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর আসছে৷ সব মিলিয়ে সংখ্যাটা এখনই লক্ষাধিক৷’’

আরও পড়ুন: অশান্ত বাংলায় প্রত্যেক বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা দেবে বিজেপি

- Advertisement -

তাঁর দাবি, ভোট পরবর্তী বাংলায় বেছে বেছে বিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের ওপরে হামলা করা হচ্ছে৷ সায়ন্তনের কথায়, ‘‘বিজেপি কর্মীরা বললে ভুল হবে, হিন্দুরাই আক্রান্ত হচ্ছে বেশি। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু কর্মী, সমর্থকই নন ঘর ছাড়া দলের বহু কার্যকর্তা।’’ ঘরছাড়াদের ঘরে ফেরানোর পর ফের যদি হামলা হয় তাহলে পাল্টা গণ প্রতিরোধেরও হুঁশিয়ারি দেন তিনি৷

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সম্প্রতি আলোচনায় বসেছিল রাজ্য বিজেপি৷ সেখানেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘‘আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে এলাকায় এলাকায় যাবেন বিজেপির রাজ্য নেতারা৷’’ তারপর থেকেই আক্রান্ত এলাকায় যাচ্ছেন দলের রাজ্য নেতারা৷ এদিকে এগেন হামলার আবহে দলের নব নির্বাচিত ৭৭ জন বিধায়ক, পরাজিত প্রার্থী ও শাসকদলের টার্গেটে থাকা নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে৷