অশান্ত বাংলায় প্রত্যেক বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা দেবে বিজেপি

0
230

কলকাতা: ভোট পরবর্তী বাংলা সফরে এসে আক্রান্ত হয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ এহেন আবহে অশান্ত বাংলায় দলের প্রত্যেক বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নিল গেরুয়া শিবির৷ শুধু বিধায়করা নন, ক্ষেত্রে বিশেষে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হতে পারে বিজেপির পরাজিত একাধিক প্রার্থীকেও৷ বেশ কয়েকজন জেলা ও রাজ্য নেতাকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে৷ তবে চাইলে কেউ কেন্দ্রীয় নিরাপত্তা নাও নিতে পারেন৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় মহিলা সংখ্যাধিক্য ঘটিয়ে নয়া বার্তা মমতার

- Advertisement -

কেন এই তৎপরতা? বিজেপির দাবি, ভোট পরবর্তী বাংলায় যেভাবে হিংসার রাজনীতি শুরু হয়েছে তাতে কেউই সুরক্ষিত নন৷ এবিষয়ে তাঁরা সাম্প্রতিক দুটি ঘটনাকে সামনে আনছেন৷ ভোট পরবর্তী বাংলা সফরে এসে আক্রান্ত হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলিধর৷ দু’জনেরই গাড়িতে হামলার ঘটনা ঘটে৷ হামলার মুখে পড়েন শুভেন্দু অধিকারী সহ দলের একাধিক বিধায়কও৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা, অভিযোগ খারিজ করল হাইকোর্ট

এরপরই দলের বিধায়ক, পরাজিত প্রার্থী ও দলের দাপুটে নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার তৎপরতা শুরু হয়৷ সূত্রের খবর, শীঘ্রই প্রত্যেকের কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হবে৷ প্রসঙ্গত, এই প্রথম এরাজ্যের বিজেপি নেতারা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন এমনটা নয়৷ শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায়ের মতো তৃণমূলত্যাগী বিজেপি নেতারা যেমন আগে থেকেই পান কেন্দ্রীয় নিরাপত্তা৷ দলের শীর্ষস্তরের এক নেতার কথায়, ‘‘বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে দলের স্থানীয় নেতা, কর্মীদের সুরক্ষিত রাখতে হবে৷ আমরা সেটাই করছি৷’’