দলে গুরুত্ব কমল পার্থ চট্টোপাধ্যায়ের, সরলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যানের পদ থেকে 

0
110
CBI

কলকাতা : তৃণমূলের সংগঠনে গুরুত্ব কমল শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ বাবুকে, এবার সেই জায়গাতেই নিয়ে আসা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক বিশ্বস্ত সৈনিক সুব্রত বক্সীকে। ফলে এই রাজ্যসভার সাংসদের উপর আরও দায়িত্ব বাড়ল। 

আরও পড়ুন : পদ ছাড়তেও প্রস্তুত, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জল্পনার মধ্যে বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী 

- Advertisement -

তৃণমূল সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকায় অসন্তুষ্ট দলনেত্রী। তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার নয়া তৃণমূল ভবনে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের সময় শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, “কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়, তা কাগজ পড়ে জানতে পারি। এবার থেকে আমাকে জানিয়ে তবেই শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকতে হবে।” এরপরই সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন : সংগঠনের দুর্বলতা খুঁজতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল কংগ্রেস 

সুব্রত বক্সী বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। একসময় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কমিটি ভেঙে দিয়েছিলেন, তারপরে ফের নতুন ভাবে গঠিত হয় শৃঙ্খলা রক্ষা কমিটি। এর বাকী সদস্যরা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম।