Bogatui genocide: আসল রহস্য ফাঁস করার হুমকি দিলেন তৃণমূলের বহিষ্কৃত আনারুল

0
38

কলকাতা: তাঁকে ফাঁসানো হয়েছে বলে বারে বারে অভিযোগ করেছেন আনারুল হোসেন৷ দাবি করেছেন, ‘আমি নির্দোষ’৷ যদিও সিবিআইয়ের দাবি, আনারুলের ‘ভূমিকা’-র জন্যই বগটুই গণহত্যা (Bogatui genocide) ঘটেছিল৷ এবার আদালত থেকে জেল হাজতে যাওয়ার আগে সেই আনারুলই বগটুই কাণ্ডের আসল রহস্য ফাঁস করার হুমকি দিলেন৷ বললেন, ‘‘আমি এখনও বলছি, আমি নির্দোষ৷ আমাকে ফাঁসানো হয়েছে৷ সঠিক সময়ে আমি সবার নাম বলে দেব৷ ফাঁস করব আসল রহস্য৷’’

স্বভাবতই, আনারুলের দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে৷ প্রশ্ন উঠছে, বগটুই গণহত্যা কাণ্ডের (Bogatui genocide) নেপথ্যে কে? বস্তুত, চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা৷ এরপরই ওই রাতে তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম৷ একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১০ জনের। ঘটনার তিন দিন পর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তারাপীঠ থেকে তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি শেখ আনারুলকে গ্রেফতার করে৷ এরপরই ব্লক সভাপতির পদ থেকে বহিষ্কারও করা হয় আনারুলকে৷

- Advertisement -

যদিও ঘটনার পর বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছিল, আনারুল নয় বগটুই কাণ্ডের (Bogatui genocide) নেপথ্যে রয়েছেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এদিন আনারুলের দাবি ঘিরে ফের সামনে এসেছে সেই জল্পনা৷ চর্চ্চা শুরু হয়েছে, আসল রহস্য ফাঁস এবং জড়িতদের নাম প্রকাশের হুমকি দিয়ে ইঙ্গিতে কি অনুব্রতকেই বোঝাতে চেয়েছেন আনারুল? বস্তুত, ইতিমধ্যেই বগটুই কাণ্ডের চার্জশিট আদালতে জমা দিয়েছে সিবিআই৷

সিবিআইয়ের দাবি, গ্রামবাসীদের বয়ান অনুযায়ী, সেই রাতে তাঁরা প্রথমে আনারুলকে ফোন করেছিলেন৷ তিনি তৎপর হলে বগটুইয়ের এতবড় গণহত্যা আটকানো যেত৷ যার জেরে খুনের ঘটনায় প্ররোচনা দেওয়ার গুরুতর অভিযোগ রুজু হয়েছে আনারুলের বিরুদ্ধে৷ সেই আনারুলই এদিন আদালত থেকে জেল হেফাজতে যাওয়ার পথে হুমকি দিয়েছেন, ‘‘আমি নির্দোষ৷ আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে৷ সময় এলে আসল ঘটনা বলে দেব!’’ সেটা কি, তা নিয়েই আপাতত তপ্ত রাজ্য-রাজনীতি৷

আরও পড়ুন: রণংদেহী মহিলাকে বাগে আনতে শ্লীলতাহানি, অভিযুক্ত কাউন্সিলর, উত্তেজনা কাঁথিতে