রণংদেহী মহিলাকে বাগে আনতে শ্লীলতাহানি, অভিযুক্ত কাউন্সিলর, উত্তেজনা কাঁথিতে

0
402

কাঁথি: মঙ্গলের পর বুধবার৷ ফের উত্তেজনা কাঁথি পুরসভার প্রশাসনিক ভবনে৷ মঙ্গলবার এলাকাবাসীর দাবি জানাতে গিয়ে চেয়ারম্যানের সামনেই প্রহৃত হয়েছিলেন নির্দল কাউন্সিলর৷ এবার পুরসভায় ডেপুটেশন দিতে এসে কাউন্সিলরের হাতে শ্লীলতাহানি শিকার হলেন এক মহিলা। এমনই অভিযোগকে ঘিরে বুধবার দুপুরে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা৷ রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ৷ পরিস্থিতি সামাল দিতে আসে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী।

অভিযুক্ত কাউন্সিলরের নাম আলেম আলি খান৷ তিনি কাঁথি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ বস্তুত, মঙ্গলবার নির্দল কাউন্সিলরকে মারধরের ঘটনায় অভিযুক্ত নেতাকে গ্রেফতারের দাবিতে কাঁথি শহরে মিছিল করে শতাধিক মহিলা৷ হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘তোলাবাজ তরুণ বেরাকে গ্রেফতার করতে হবে!’ অভিযোগ, তাঁরা পুরপ্রধানের কাছে ডেপুটেশন দিতে গেলে মহিলাদের আটকায় কয়েকজন কাউন্সিলর৷ সেখানেই অভিযুক্ত কাউন্সিলর আলেম আলি খান এক মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷

- Advertisement -

শ্লীলতাহানি শিকার হওয়া ১১ নং ওয়ার্ডের ওই মহিলা বলেন, ‘‘মঙ্গলবার আমাদের নির্বাচিত কাউন্সিলরকে মারধর করা হয়েছে। তার প্রতিবাদ জানাতে পুরপ্রধানের কাছে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম। তখনই ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার শরীরে বাজেভাবে হাত দিয়েছে। বাধা দিতে গেলে উনি আর বেশি করে অশালীন আচরণ করেন। শুধু আমাকে নয় অনেক মেয়েদের গায়ে হাত দিয়েছে। আমি অপমান বোধ করছি। থানায় ওর বিরুদ্ধে অভিযোগ জানাব৷” যার বিরুদ্ধে অভিযোগ সেই আলেমআলি খান অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি৷ কাঁথি পুরসভা পুরপ্রধান সুবল কুমার মান্না অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি৷

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে সরকারি প্রকল্পে নিয়ে পুরপ্রধান সুবল মান্নার কাছে বাসিন্দাদের অভিযোগ জানতে আসেন ১১ নং ওয়ার্ডের নির্বাচিত নির্দল কাউন্সিলর সুময় দাস। তখনই সেখানে হাজির হয় পরাজিত তৃণমূল প্রার্থী তরুণ কুমার বেরা। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সবর হন তারা। দুজনই কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা করান। ওই ঘটনার প্রতিবাদেই এদিন পুরসভায় স্মারকলিপি দিতে আসেন মহিলারা৷ তারপরই এই ঘটনা৷ যার জেরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

আরও পড়ুন: সরকার বদলেছে কিন্তু সমস্যা বদলায়নি, আজও অনুন্নয়নে ঢাকা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা