ভবানীপুর কেন্দ্রে চমক দেবে বিজেপি, দাবি শমিকের

0
187
File Photo

পলাশ নস্কর, বিধানগর: নন্দীগ্রামের সভায় চমক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, একুশের বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন তিনি।শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রাম আমার সবথেকে লাকি জায়গা। নন্দীগ্রাম থেকে ২০২১ থেকে তৃণমূল জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল তৃণমূলের জেতার পালা।”তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তাঁর প্রাক্তন নেত্রী। অধিকারী বাড়ির মেজ ছেলের উদ্দেশ্যে বলে, “কারও কাছ থেকে জ্ঞান নেব না যে নন্দীগ্রাম আন্দোলন কারা করেছে।” এরপরেই আসরে নামে রাজ্য বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ঘোষণা করে বুঝিয়ে দিয়েছেন তিনি অত্যন্ত চাপের মধ্যে আছেন। আজ সল্টলেকে একথা বলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “উনি কোন কোন জায়গা থেকে লড়বেন। নন্দীগ্রাম থেকে লড়বেন, ডোমজুড় থেকে লড়বেন, উত্তর হাওড়া থেকে লড়বেন, আলিপুরদুয়ার থেকে লড়বেন, বীরভূম থেকে লড়বেন, কাটোয়া থেকে লড়বেন। কোথা থেকে নির্বাচনে লড়বেন! নির্বাচনে দাঁড়ানোর কাজ ওনার। হারিয়ে দেওয়ার কাজ মানুষের। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ।

- Advertisement -

শমিক ভট্টাচার্য বলেন,”২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আগে তিনি বলেছিলেন ২৯৪ টা কেন্দ্রে আমিই প্রার্থী। আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না। মাসখানেক আগেই তিনি বললেন ২৯৪ টা কেন্দ্রে আমিই অবজারভার। বাইরে থেকে আমার কোনও অবজারভারের প্রয়োজন নেই”। রাজ্য বিজেপি মুখপাত্র বলেন,”এখন আমি বলতে পারি ভবানীপুর কেন্দ্রের জন্য বিজেপির চমক অপেক্ষা করছে। একটু ধৈর্য ধরুন দেখতে পাবেন”।