‘কঠিন যুগ সন্ধিক্ষণে তিনি বাংলায় এসেছেন’, শাসক দলকে আক্রমণ করে নয়া রাজ্যপালকে নিয়ে মন্তব্য BJP-র

0
65

কলকাতা: জগদীপ ধনখড়ের উত্তরসূরি হয়ে বাংলার নতুন রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস। দায়িত্বে এসেই তিনি বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হল। তৃণমূল সুপ্রিমোকে নিয়ে রাজ্যপালের এই মন্তব্যকে অত্যন্ত সহজ সরল এবং স্বাভাবিক ভাবেই দেখছে বিজেপি।

আরও পড়ুন: ইন্দোরে পা রাখলেই পড়বে বোমা, ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝে রাহুলের নামে হুমকি চিঠি

- Advertisement -

শুক্রবার সল্টলেক সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে এই রাজ্যে এসেছেন। প্রায়ই এখানে সাংবিধানিক সংকট তৈরি হয়। রাজ্য-কেন্দ্র সংঘাতকে দূরে সরিয়ে রাখলেও সবথেকে বড় সাংবিধানিক অধিকার কথা বলার উপরেই নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে। শিক্ষা পাওয়ার সাংবিধানিক অধিকার অবলুপ্তির পথে।’

বিজেপি নেতা বলেন, ‘কঠিন যুগ সন্ধিক্ষণে তিনি বাংলার রাজ্যপাল হয়ে এসেছেন। তিনি রাজ্যপাল ভবনে থাকবেন। তিনি পরিস্থিতি দেখবেন।’

আরও পড়ুন: Covishield নেওয়ার পর শয্যাশায়ী, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে দায়ের মামলা

তৃণমূলের অভিযোগের জবাবও দেন রাজ্য বিজেপি মুখপাত্র। শমীক ভট্টাচার্য বলেন, ‘শাসক দল দিকে দিকে বিতর্ক তৈরি করছে বিজেপি রাজ্যপালকে সামনে রেখে রাজ্যপাল ভবনকে পার্টি অফিস বানাতে চায় এটি ভুল। বিধানসভায় বিধায়করা অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন না, কথা বলতে পারছেন না তাঁরা কার কাছে যাবে? তাঁরা নিশ্চয়ই রাজ্যপালের কাছে গিয়েছে। ভবিষ্যতেও যাবে।’