Derek O’Brien: ‘বাংলার বাইরেও বিজেপি পরাজিত হতে পারে’ উপ নির্বাচনের ফল নিয়ে BJP-কে বড় বার্তা ডেরেকের

মঙ্গলবার তৃণমূলের চারটি আসনে জয়ী হওয়ার পরেই, রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন টুইটারে বলেছিলেন যে বিজেপির তিনজন প্রার্থী কেবল নির্বাচনে হেরে যাননি, তাদের জামানতও বাজেয়াপ্ত হয়েছে।

0
22

কলকাতা: উপনির্বাচনে বাংলায় ফলফল ৪-০ হওয়ার পরেই তৃণমূলের নিশানায় বিজেপি। প্রতি পদে পদে চলছে আক্রমণ। তৃণমূল বিরাট ব্যবধানে বিজেপিকে হারিয়েছে যেমন তেমনি চারটি আসনের মধ্যে গত নির্বাচনে বিজেপির জেতা দুটি আসনও দখল করে নিয়েছে। সব মিলিয়ে বেজায় চাপে গেরুয়া শিবির। বিজেপির এই এই হার নিয়েই এবার কটাক্ষের পাশাপাশি বড় বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ বলেছেন, দেশব্যাপী উপনির্বাচনের বড় বার্তা হল “বাংলার বাইরে, বিজেপি পরাজিত হতে পারে।” শুধু বিজেপি নয় উপনির্বাচনে তৃণমূলে জেতার পর কংগ্রেসকেও একটি তীক্ষ্ণ বার্তা দিয়ে ডেরেক বলেছেন, “সময় চলে গিয়েছে যেখানে একজন ২৩ বছর বয়সী (তৃণমূল) ১০০ বছর বয়সী দাদিমা এবং দাদুকে বলে দেয় তাঁরা কী করবেন”। কংগ্রেসের নাম না করে তৃণমূল সাংসদ বলেছেন, “বিজেপিকে পরাজিত করতে হবে… মানসিকতা বদলাতে হবে… বোঝাতে হবে আমরা বিরোধীদের সমান অংশীদার। শুধুমাত্র আমরা ২২ বা ২৩ বছর বয়সী TMC (তৃণমূল কংগ্রেস) এবং অন্য কেউ ১০০ বছরের। দাদিমা এবং দাদু ২২ বছর বয়সী দলকে একটি উদ্যমী দল বলতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে মকাবিলা করতে প্রস্তুত।”

- Advertisement -

আরও পড়ুন- Petrol-Diesel: দীপাবলিতে কেন্দ্রের বিশেষ উপহার, দাম কমল পেট্রল-ডিজেলের

ডেরেকের আরও বলেছেন, “আমরা তরুণ এবং উদ্যমী এবং আমরা বিজেপির থেকে এগিয়ে যেতে চাই আসুন আমাদের নিয়ে কথা না বলে এটি নিয়ে কাজ করি।” ছয় মাস আগে বঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে ডেরেক বলেছেন, বছরের বাংলা নির্বাচনের সময়, তৃণমূল ২৯৪ টি আসনে একা লড়েছিল কিন্তু কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে লড়াই করেও “শূন্য আসন পেয়েছিল”।

উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূলের চারটি আসনে জয়ী হওয়ার পরেই, রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন টুইটারে বলেছিলেন যে বিজেপির তিনজন প্রার্থী কেবল নির্বাচনে হেরে যাননি, তাদের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। উপনির্বাচনে, তৃণমূল বিজেপিকে দিনহাটা এবং শান্তিপুরে বিশাল ব্যবধানে হারিয়েছে। বিজেপির এই হার যে গেরুয়া শিবিরের কাছে বিরাট বড় ধাক্কা বলছে সমগ্র রাজনৈতিক মহল।