Tmc Clash: পুরভোটের আগেই কো-অর্ডিনেটর বদল নিয়ে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল

0
110

সুদেষ্ণা মণ্ডল, সোনারপুর: চৌকাঠে পুরভোট। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। প্রার্থী তালিকা চূড়ান্ত করে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। এর মধ্যেই প্রকাশ্যে এল শাসক দলের কোন্দল। রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় কয়েকটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর বদল করা নিয়েই এই গোষ্ঠীদ্বন্দের সূত্রপাত।

আরও পড়ুনঃ Tmc Clash: টাকা নিয়ে কলেজে ভর্তির অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

- Advertisement -

জানা গিয়েছে, বিধায়ক লাভলী মৈত্রর নির্দেশেই এই বদল পুরোপুরি অগনতান্ত্রিক বলে জানালেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য কুহেলী ঘোষ। তিনি বোর্ডের মেম্বার হয়েও এই সিদ্ধান্ত জানতে পারেননি। শুধু তাই নয়, আলোচনা না করেই ১৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তাঁর বাবা কানাই ঘোষকে বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ Road Accident: শীতের দিনে দুর্ঘটনা রুখতে পুলিশের নয়া উদ্যোগ, রাত ১২টা থেকে ভোর ৫টা, চালানো যাবে না দূরপাল্লার লরি

কয়েকদিন আগেই রাজপুর টাউন সভাপতি হিসেবে কুহেলী ঘোষের নাম ঘোষণা হওযায় গোষ্ঠীদ্বন্দ দেখা দেয়। দলের থেকে ফের শিবু ঘোষকে সভাপতি হিসেবে ঘোষনা করে। আর এবার কো-অর্ডিনেটর পরিবর্তন নিয়ে পুরভোটের আগে সামনে এল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ। যদিও এই বিষয়ে বিধায়ক লাভলী মৈত্র জানিয়েছেন যাদের পরিবর্তন করা হয়েছে তারা শারীরিকভাবে অসুস্থ ছিলেন।