সংগঠনের ভাঁড়ে মা ভবানী হাল, অজানা আয়ের নিরিখে তৃণমূল, বিজেপিকে টেক্কা কংগ্রেসের

0
37

নয়াদিল্লি: দল তো চলে কিন্তু তার জন্য অর্থনীতিক সম্বল দরকার। ভারতের রয়েছে একাধিক রাজনৈতিক দল। সেই দলগুলি চালতে খরচ হয় বহু কিন্তু সেই আয়ের উৎস কি তা জানার আগ্রহ থাকে সকলেই। সব রাজনৈতিক দলই বলে তারা স্বচ্ছ ভাবেই আয় করে দল চালায়। সেই অধিক আয়ের উৎস সামনে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (Association for Democratic Reforms- ADR) সমীক্ষা থেকে। ADR-এর বিশ্লেষণ বলছে দলগুলির অর্থ উপার্জনের উৎস অজানা। অনেক ক্ষেত্রেই জানা যায়না এই বিপুল টাকা কোথা থেকে আসে।

অজানা উৎস থেকে আয়ের নিরিখে সবার প্রথমে রয়েছে কংগ্রেস (Congress), দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি (BJP), তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল (TMC)। ADR-এর বিশ্লেষণ বলছে অনান্য রাজনৈতিক দলগুলির এই অজানা উৎস থেকে আয় থাকলেও কেবল কোনও আয় নেই কুমারী মায়াবতীর বিএসপির। কংগ্রেস, বিজেপি, তৃণমূল ছাড়াও যে দলগুলির আয় অজানা উৎস থেকে আসে সেগুলির কথাও উল্লেখ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের সমীক্ষা। সিপিআইএম, সিপিআই, এনসিপি এবং বিএসপি হল বাকি চারটি দল যাদের আয় রয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- বিষ কাণ্ড থেকে শিক্ষা: বিক্ষোভের আগেই আটক চাকরিপ্রার্থীরা, কন্ঠরোধের অভিযোগ

ADR সাম্প্রতিক বিশ্লেষণ থেকে জানা গিয়েছে, উল্লেখিত সাত দলের মোট আয়ের প্রায় ৭০.৯৮ শতাংশ এসেছে অজানা উৎস থেকে ২০১৯-২০ অর্থবর্ষে। যেখানে শীর্ষে আয়ের নিরিখে কংগ্রেস অজানা উৎস থেকে আয় হয়েছে ৭৭.১০ শতাংশ দ্বিতীয় স্থানে থাকা বিজেপির আয় হয়েছে ৭২.৯৩ শতাংশ। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের অজানা উৎস থেকে আয় ৬৮.৯২ শতাংশ। রিপোর্টে দেওয়া তথ্য অনুসারে চতুর্থ স্থানে থাকা সিপিআইএম আয় ৫১.২৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে সিপিআই- এর অজানা উৎস থেকে আয় ২৯.৪৩ শতাংশ ও শারদ পাওয়ারের দল এনসিপির মোট আয় ২৯.২৮ শতাংশ হয়েছে।

আরও পড়ুন- এবার ধর্ষণকাণ্ডে নাম জড়াল যাদবপুরের, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাঠগড়ায় শিক্ষক

অজানা উৎস থেকে কংগ্রেস, বিজেপি, তৃণমূলে আয় দেখে অবাক নয় কেউই। কিন্তু বামপন্থী সিপিআইএম এবং সিপিআইয় যারা নিজেদের সদা স্বচ্ছ দল হিসাবে দাবি করে তাঁদের দলের আয় দেখে অবাক হয়েছে বহু রাজনৈতিক বিশ্লেষক। বলা ভালো, কয়েকদিন আগেই বিজেপির আয় নিয়েই খোঁচা দিয়ে টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছিলেন, “বিজেপির আয় বেড়েছে ৫০ শতাংশ, আর আপনার?” তার পরেই অজানা উৎস থেকে আয়ের ক্ষেত্রে কংগ্রেস প্রথমে থাকায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু হবে বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।