এবার ধর্ষণকাণ্ডে নাম জড়াল যাদবপুরের, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাঠগড়ায় শিক্ষক

0
205

খাস খবর ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রী। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও গোটা ঘটনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ দলত্যাগী দুই বিধায়ককে চিঠি শুভেন্দুর, অবস্থান স্পষ্ট করার নির্দেশ

- Advertisement -

ছাত্রীর অভিযোগ, লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যাপক তাঁর সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন। পরে প্রেমের প্রস্তাবও দেন। এরপরই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছিলেন ওই অধ্যাপক। কিন্তু শেষমেশ তিনি কথা রাখেননি। অভিযোগকারিণী আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পরই ওই অধ্যাপকের নজরে পড়ে যান তিনি। পড়াশোনা নিয়ে কোনও সমস্যা হলে তাঁকে ফোন করতে বলতেন অধ্যাপক। এভাবেই কথাবার্তা বাড়তে শুরু করেছিল। এরপর ক্লাসের বাইরেও দেখাও করতেন তাঁরা। দু’জনের সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকে। অধ্যাপককে বিশ্বাস করেই ধীরে ধীরে সম্পর্কে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন ছাত্রী। কিন্তু তার এমন পরিণতি হবে বলে আশা করেননি বলেই দাবি তাঁর।

আরও পড়ুনঃ ১৫ দিনের মধ্যে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাথায় হাত গৃহস্থের

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আইসিসি কমিটি বিষয়টির তদন্তও ইতিমধ্যে শুরু করেছে বলেই সূত্রের খবর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দেশের আইন অনুযায়ীই ওই ছাত্রী পদক্ষেপ করেছেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত নেমেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তরফে ইন্টারনাল কমপ্লেইন সেল বিষয়টির তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে, অভিযুক্ত অধ্যাপক এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে তাঁর দাবি, এটা তাঁর বিরুদ্ধে সাজানো অভিযোগ।

ইতিমধ্যেই লিঙ্গুইস্টিক্স বিভাগে এফআইআরের কপি পাঠিয়ে দিয়েছেন অভিযোগকারিণী। সঙ্গে জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত। অধ্যাপকের বিরুদ্ধে পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা চেয়েছেন। ভিসিকেও অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।