আসনরফা চূড়ান্ত, বামেদের বিগ্রেডে থাকছেন আব্বাস

0
428
File Photo

খাস খবর ডেস্ক: বড় চমক! বামেদের বিগ্রেডে যোগ দিচ্ছেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। শুক্রবার তিনি স্বয়ং একথা জানিয়েছেন। বামফ্রন্ট সূত্রে খবর, ব্রিগেডের মঞ্চে বক্তাদের তালিকায় আব্বাসের নাম রাখা হয়েছে। 

প্রায় এক মাস ধরে বামেদের সঙ্গে আব্বাসের আসনরফা নিয়ে জটিলতা চলছে। তবে অবশেষে সেই জটিলতা কাটার মুখে। আইএসএফ সূত্রে জানা গিয়েছে, বামেদের সঙ্গে আসনরফা প্রায় চূড়ান্ত। তবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলে রয়েছে। সূত্রের খবর, বামেরা নিজেদের কোটা থেকে ৩০টি আসন ছেড়েছে।

- Advertisement -

এই ৩০টি আসনের মধ্যে ২২টি আসন ছেড়েছে সিপিএম। এছাড়া ফরওয়ার্ড ব্লক ৪টি, আরএসপি ২টি ও সিপিআই ২টি করে আসন ছেড়েছে আইএসএফকে। এদিকে বামেদের সঙ্গে আসনরফা চূড়ান্ত হলেও কংগ্রেসের সঙ্গে সমঝোতা ঝুলে রয়েছে।

পুরো বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চিঠি দিয়েছেন আব্বাস। আগামিকাল বাম-কংগ্রেস-আইএসএফ আলোচনার টেবিলে বসতে চলেছে। ওই বৈঠকেই সমাধানসূতে বেড়িয়ে আসতে পারে বলে খবর।

এদিকে মিম প্রসঙ্গে আব্বাস বলেন, মিমের বিষয়টা আলোচনার টেবিলে রয়েছে। আগে বাম-কংগ্রেসের সঙ্গে বিষয়টা সমাধান হোক। পরবর্তীতে ওই বিষয়টা নিয়ে ভাবা যাবে। আমাদের চেয়ারম্যানকে মিমের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে জোটের স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ আসন আব্বাসকে ছেড়েছে বামেরা। যার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। পাঁচ দশকে প্রথম নন্দীগ্রামে থাকছে না বাম প্রার্থী৷ জোটের স্বার্থে এই আসনটি আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছেড়ে দিয়েছে বামেরা৷

জানুয়ারি মাসে নন্দীগ্রামে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনিই এই কেন্দ্রের প্রার্থী হবেন৷ শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মত বদল না করলে তাঁর বিরুদ্ধে লড়বেন সেকুলার ফ্রন্টের প্রার্থী৷ প্রথমে ঠিক হয়েছিল, নন্দীগ্রাম আসনটি সিপিআইকে ছেড়ে দেওয়া হবে৷

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় আসনটিও আব্বাসের জন্য বামেরা ছাড়তে পারে। এই বিধানসভা কেন্দ্রটিতে সংখ্যালঘুরাই নিয়ন্ত্রক। সেকারণেই ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বামেরা।