নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই হাইকোর্টে জনস্বার্থ মামলা

0
941

খাস খবর, কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই অবাধ নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্ট৷ জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের প্রাক্তন এডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে করা আবেদনে তিনি আর্জি জানিয়েছেন, এবারের নির্বাচনে হস্তক্ষেপ করুক আদালত৷ তা না হলে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

এই প্রসঙ্গেই আদালতে জমা দেওয়া আবেদনে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বাংলার হিংসা প্রসঙ্গ টেনে এনেছেন৷ আবেদনে জানিয়েছেন, অতীতে যেভাবে ভোটের সময় হিংসার পরিবেশ তৈরি হয়েছে তাতে তিনি আতঙ্কিত৷ এরপরই তিনি আদালতের উদ্দেশ্যে লিখেছেন, ভোট পর্বে যাতে কোনও ভয়-ভীতির পরিবেশের মধ্যে সাধারণ মানুষকে পড়তে না হয় তাই তিনি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন৷

- Advertisement -

একই সঙ্গে নির্বাচনী বিধি নিষেধ প্রসঙ্গে তাঁর মত, রাজনৈতিক দলের সভা-সমাবেশের ক্ষেত্রে অন্তত দু’শো মিটার দূরত্ব রাখা প্রয়োজন৷ তা না হলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব নয়৷ প্রসঙ্গত, এই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করেছেন তিনি৷