পোষ্যর প্রতি ভালোবাসায় মানুষ থেকে কুকুর হলেন এই ব্যক্তি

0
562

খাস খবর ডেস্ক: কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের। বিশ্ব জুড়ে এই সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে রয়েছে হাজার হাজার মজার ঘটনা। আবার কুকুর যে ঠিক কতটা প্রভুভক্ত এবং বিশ্বস্ত তারও একাধিক গল্প রয়েছে। তবে কখনও শুনেছেন কি, নিজের স্বপ্ন পূরণের জন্য কোনও মানুষ কুকুরে পরিণত হয়েছে?

আরও পড়ুন: এগিয়ে আসুক সরকার, মাস্টারমশাইয়ের সন্তানতুল্য পুতুলদের জন্য তৈরি হোক সংগ্রহশালা

- Advertisement -

জাপানের এই ব্যক্তি কুকুর খুব ভালোবাসেন। তাই তিনি চেয়েছিলেন কুকুরের মত চেহারা। আর সেই স্বপ্ন পূরণের জন্য তিনি খরচ করলেন ১২ লক্ষ টাকা। যেই ভাবা সেই কাজ। ওই ব্যক্তি ‘টোকো’ স্পেশাল এফেক্ট ওয়ার্কশপ জেপেটের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের একটি অতি-বাস্তববাদী কুকুরের পোশাক তৈরি করতে বলেন। যেটি তৈরি করতে প্রায় ২ মিলিয়ন ইয়েন (প্রায় 12 লক্ষ টাকা) খরচ হয়েছে বলে জানা গিয়েছে। পোশাকটি সম্পূর্ণরূপে তার মানব ফ্রেমকে আড়াল করার জন্য ডিজাইন করা হয়েছিল। নিজের চোখেই দেখুন সেই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে একটি কুকুর , তখনই কিছুটা হলেও খটকা লাগে অনেকের। প্রথমেই তখন আপনি ভিডিওটি দেখবেন তখন ভাববেন এটি একটি ট্রেনিংপ্রাপ্ত কুকুর।‌‌ কিন্তু না, এটি কুকুর নয়, আসলে একজন মানুষ। হুবহু কুকুরের মত দেখতে। পরে পুরো খবরটা বিশদে জানার স্তম্ভিত হয়েছেন নেটিজেনরাও। জাপানি ব্যক্তি তার রূপান্তর ভিডিও শেয়ার করেছেন এবং তার চিন্তা প্রক্রিয়ার অন্তর্দৃষ্টি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি করেছি! আমি আমার স্বপ্নকে এভাবেই বাস্তব করেছি।’