দেবাদিদেব মহাদেবের পুজো কেন শিবলিঙ্গে করা হয়, নেপথ্যে যে ব্যখ্যা

0
383

বিশ্বদীপ ব্যানার্জি: শিবলিঙ্গ আসলে কী? অনেকে শিবলিঙ্গের সঙ্গে মানুষের যৌনাঙ্গের মিল খুঁজে পান। লিঙ্গ অর্থে-ও যৌনাঙ্গ। কিন্তু তা বলে কী শিবলিঙ্গ সত্যিই ভগবান শিবের যৌনাঙ্গ?

আরও পড়ুন: কেন হাত নেই জগন্নাথের, জানা কাহিনীর বাইরে যে অজানা পৌরাণিক তাৎপর্য

- Advertisement -

একটি পৌরাণিক লোকশ্রুতি রয়েছে। কথিত, শিব যখন দেবী পার্বতীকে বিয়ে করতে যান। পার্বতীর মা মেনকা উচ্চতায় খাটো হওয়ায় তার বরণডালা শিবের যৌনাঙ্গ স্পর্শ করে। ধারণা করা হয়, সেই থেকেই শিবলিঙ্গ পুজোর প্রচলন।

এই লোকশ্রুতি’র সঙ্গে একমত না হলেও ব্রিটিশ ঔপনিবেশিকেরা-ও যৌনাঙ্গ সংক্রান্ত মতবাদটিতে বিশ্বাসী। পাশাপাশি তাঁরা এ-ও বলতেন, শিবলিঙ্গের উপাসনা ভক্তদের মধ্যে কামুকতা বৃদ্ধি করে। তবে ভারতীয় পুরাণকে সামনে রাখলে এটি মোটেই শিবলিঙ্গের সঠিক ব্যখ্যা নয়। সেই ব্যখ্যা ১৯০০ সালে প্যারিসের ধর্মীয় কংগ্রেসে স্বামী বিবেকানন্দ দেন।

স্বামীজি বলেছিলেন, শিবলিঙ্গের ধারণাটি এসেছে বৈদিক যূপস্তম্ভ বা স্কম্ভের ধারণা থেকে। স্কম্ভ বা যূপস্তম্ভ হল বলিদানের হাঁড়িকাঠ। যা অনন্ত ব্রহ্মের প্রতীক মনে করা হত। স্বামী বিবেকানন্দের গুরু ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, জানা যায়, “জীবন্ত লিঙ্গপুজো” করতেন। শালগ্রাম শিলাকে-ও কেউ কেউ পুরুষাঙ্গের প্রতীক মনে করতেন বা এখনও করেন। স্বামীজি সে প্রসঙ্গে-ও মুখ খুলেছেন। তিনি জানান, এই ধারণা বৌদ্ধধর্মের পতনের পর আগত অন্ধকার যুগে কিছু অশিক্ষিতের মস্তিষ্কপ্রসূত কাহিনী ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন: গোপাল এবং গণেশ: ঈশ্বরত্ব ছাপিয়ে মায়ের দুই কোলের ছেলে

পুরাণ মতে শিবলিঙ্গকে মূলতঃ শিবের নির্গুণ ব্রহ্ম সত্ত্বার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে, শিব শব্দের অর্থ একটি প্রলয়ের পর গোটা জগৎ যেখানে নিদ্রিত অবস্থায় থাকে। আর লিঙ্গ শব্দের অর্থ-ও একই। আর এই ধারণা থেকেই শিবলিঙ্গকে সর্বোচ্চ ঈশ্বর জ্ঞান করা হয়। আরও একটি বিষয় থেকে ধারণাটি পাকাপোক্ত হয়। শিবরাত্রির তিনটি অংশ। নিচের অংশকে ব্রহ্ম পিঠ, মাঝের অংশকে শিব পিঠ এবং ওপরের অংশকে শিব পিঠ বলা হয়। শিব পিঠে ত্রিপুন্ড্র বা তিনটি তিলকের দাগ রয়েছে। যা শিবের কপালে-ও থাকে। যুক্তি দেওয়া হয়, শিবলিঙ্গ যদি যৌনাঙ্গ হত, তাহলে ওই তিনটি দাগ থাকত না।