স্তব্ধ হয়ে গেল ইনস্টাগ্রাম, মাথায় হাত ব্যবহারকারীদের

0
37

খাস খবর ডেস্ক: আচমকাই ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্তব্ধ হয়ে গেল ইনস্টাগ্রাম। একই সার্ভারে চলা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ, ফেসবুক ঠিকঠাক কাজ করলেও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন। ভারতের বহু গ্রাহক ইতিমধ্যেই টুইটে জানিয়েছেন, তাঁরা অ্যাপে লগ ইন করতে পারছেন না। কতক্ষণে সমস্যা মিটবে সেই প্রশ্নই করেছেন অধিকাংশ। সংস্থার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় নারীরা কি সত্যিই অরক্ষিত, দেগঙ্গার গণধর্ষণ ফের সামনে আনল এই প্রশ্ন

- Advertisement -

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই সমস্যা। টুইটে বিষয়টি জানিয়ে কেউ কেউ উগরে দিয়েছেন ক্ষোভ। কেউ আবার মজার ছলে লিখেছেন, “ভেবেছিলাম Wifi-এর সমস্যা! পরে বুঝলাম ইনস্টাগ্রাম-এর সমস্যা।”

আরও পড়ুনঃ ‘বিভীষণের’ কারচুপিতে শুরু হল রাজনৈতিক কোন্দল

ডাউন ডিটেক্টর-এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১১.০২ থেকে ইনস্টাগ্রাম ব্যাবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রায় ৪৫ শতাংশ ব্যাবহারকারী অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন। যেখানে ইনস্টাগ্রাম ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে ৩৩ শতাংশ মানুষ সমস্যার কথা স্বীকার করেছেন। বাকি ২২ শতাংশ ব্যবকারীর অভিযোগ যে, তারা সার্ভার কানেকশন ইস্যু লক্ষ্য করেছেন। শুধু অ্যাপ ব্যবহারারীরাই নয়, ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে গিয়ে সমস্যা ভোগ করছেন ব্যবহারকারীরা। কারও ক্ষেত্রে রিফ্রেশ হচ্ছে না।

বিষয়টি জানার পরই সংস্থার তরফে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অনেকেই অ্যাপে সমস্যা হলে তা ডিলিট করে পুনরায় ডাউনলোড করে থাকেন। তাঁদের কথা চিন্তা করে সংস্থার তরফে সাফ জানানো হয়েছে, রিইনস্টলের কোনও প্রয়োজন নেই। কারণ, সার্ভারে সমস্যার জন্যই এই পরিস্থিতি।