মাসিকের রক্ত দিয়ে মুখে ফেসিয়াল, কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

0
240
Period

খাস ডেস্ক: সমাজ যতই প্রগতিশীল এবং আধুনিক হোক না কেন এখনও ঋতুস্রাব(Period) নিয়ে কথা বলতে গেলে হোঁচট একবার খেয়েই যায়। মাসিকের রক্ত নিয়ে কথা বলা একপ্রকারের যেন নিষিদ্ধ। আবার অন্যদিকে এখনও এমন অনেকেই আছেন যারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করে কাপড় ব্যবহার করেই চালিয়ে দেন। এই মাসিক বা ঋতুস্রাব নিয়ে এরকম বহু ঘটনা সামনে আসে নিত্যনতুন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে মুন মাস্কিং।

আরও পড়ুন ‘বাঙালি বিদ্বেষী’ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে Vivek Bindraকে, হুঁশিয়ারি বাংলাপক্ষের

- Advertisement -

আদতে কি এই মুন মাস্কিং! একটু ভালো করে ভাবলে সকলেরই মনে পড়বে আজ থেকে পাঁচ বছর আগে একটি নয়া বিউটি ট্রেন্ড সামনে আনা হয়েছিল। যাকে বলা হচ্ছিল মেনস্ট্রুয়াল মাস্কিং। অর্থাৎ ঋতুস্রাবের(Period) রক্ত মুখে মাস্ক হিসেবে লাগিয়ে ফেসিয়াল করা। অনেকেই হয়ত জানেন আবার অনেকেই এ বিষয়ে এখনও অবগতই নন। মাসিকের সময়ে রক্ত সংগ্রহ করে তা মাস্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাতে নাকি ব্রণর সমস্যাও কমছে বলে জানানো হচ্ছে। শুনতে অবাক লাগলেও পিরিয়ডের রক্তকেই মাস্ক হিসেবে মুখে ব্যবহার করে ফেসিয়াল করা একটি নয়া সৌন্দর্য্যের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু চিকিৎসকরা এ বিষয়ে বারবার সতর্ক করেছেন। এই মাস্কিং বিপদ ডেকে আনতে পারে বলেও মনে করেছেন তাঁরা।

তবে চিকিৎসকরা বলছেন এই দেশে বিদেশে ব্যবহৃত মুন মাস্কিং আদতে ঘোরতর বিপদজনক। ত্বকের জন্য ক্ষতিকর এই পিরিয়ডের রক্ত। জরায়ুর আস্তরণের মধ্যে থাকা মৃত কোষ এই রক্তের মধ্যে থাকে। জীবাণুমুক্ত না হলে এই রক্ত থেকে সংক্রমণ হতে পারে বলেও তাঁরা জানিয়েছেন। এমনকি এই রক্ত ব্যবহারের ফলে এন্ডোমেট্রিসিসের সম্ভাবনাও বেড়ে যায়। বাড়তে পারে ব্রণর সমস্যাও। তাই চিকিৎসকরা বারবার সতর্ক করে বলেছেন, মুখে মাসিকের রক্ত ব্যবহারের মতো ভ্রান্ত এই ধারণা থেকে দূরে থাকতে, নয়ত আগামীতে নয়া রোগের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা বর্তমান।