রাস্তাজুড়ে ফুলের পাপড়ি দিয়ে সাজানো কার্পেট, কয়েক প্রজন্ম ধরেই ঐতিহ্য বহন করছে এই গ্রাম

0
107

খাস ডেস্ক: একটি বিশেষ উপলক্ষে গ্রামের রাস্তায় কার্পেটের মত সাজানো থাকে ফুলের পাপড়ি দিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এই ঐতিহ্য বহন করে চলেছে। এখানেই শেষ নয়, প্রতি বছর হাজার হাজার মানুষ ফুলের দিয়ে তৈরি এই হস্তশিল্প দেখতে গ্রামে আসেন। সম্প্রতি মধ্য পোল্যান্ডের স্পাইসিমিয়েরজ গ্রামের এই ঐতিহ্য ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে।

আরও পড়ুন: রাতের অন্ধকারে ভাঙা হল নেতাজির মূর্তি, CCTV-তে ধরা পড়ল সেই দৃশ্য, অধরা অভিযুক্তরা

- Advertisement -


Corpus Christi Holiday-র জন্য এই কার্পেট তৈরি করা হয়। যা দুই কিলোমিটার অর্থাৎ এক মাইলের বেশি জায়গা জুড়ে সাজানো হয়। এই ঐতিহ্য গত ২০০ বছর ধরে চলে আসছে। গ্রামের রাস্তায় ফুলের এই সাজের অস্তিত্ব মাত্র কয়েক ঘণ্টা, তবুও হাজার হাজার মানুষ ক্ষণস্থায়ী এই শিল্পের মধ্যে প্রকাশ পাওয়া ধর্মীয়তা, সৃজনশীলতা, সৌন্দর্যের প্রশংসা পেতে পারে না।

আরও পড়ুন: দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিপথ নিয়ে সংসদীয় কমিটিকে বৈঠক ডাকতে অনুরোধ কংগ্রেসের 

কিভাবে সাজানো হয়ে এই ফুলের কার্পেট?

জানা গিয়েছে, প্রথমে চক দিয়ে ফুটপাথে নকশা আঁকা হয়। এরপর নকশা অনুযায়ী খালি জায়গাগুলি বালি দিয়ে ভরাট করে তার উপর প্রয়োজন মত পাপড়ি দিয়ে দেওয়া হয়। এটি আসলেই একটি কঠিন কাজ যা ধৈর্যের সঙ্গে করতে হয়। প্রত্যেকেই নিজের পছন্দমত নকশা বেছে নিতে পারে। উল্লেখ্য, গ্রামবাসীরা ছুটির দিনে কিংবা ফাঁকা সময়ে মাঠ বা বাগান থেকে ফুল, পাতা, গাছের ছাল সংগ্রহ করে আনে।