অশান্তি মামলার নজরদারিতে এবার নয়া পদে অখিলেশ

0
65

সল্টলেক: এবার ভোট পরবর্তী হিংসা মামলার নজরদারিতে ডিআইজি সিবিআই অখিলেশ সিং। স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। আদালতের নির্দেশে ভোট পরবর্তীতে রাজ্য রাজনীতিতে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল এবার এই মামলা তদন্তের অতিরিক্ত দায়িত্ব পেলেন অখিলেশ সিং। এতদিন কয়লা, গরু এবং নারদ মামলার দায়িত্বে ছিলেন অখিলেশ। সিবিআই-এর আইজি ছিলেন তিনি। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে নিয়ে আসা হল তাঁকে।

অখিলেশের এই বিশেষ দায়িত্ব নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখায় নারদ, গরু পাচার ও কয়লা পাচার মামলার তদন্ত চলছিল তাঁরই নেতৃত্বে। এবার খুন, ধর্ষণের ঘটনার তদন্ত করবেন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতের নির্দেশে যেখানে অস্বস্তিতে পড়েছে শাসকদল। সেখানে এই আধিকারিকের দক্ষতা ও কৌশলের ওপর আস্থা রেখেছে সিবিআই।

- Advertisement -

উল্লেখ্য,২০০৩ সালের আইপিএস অফিসার অখিলেশ সিং। সিবিআই আটঘাট বেঁধে পথে নামছে বলেই বোঝা যাচ্ছে। অন্যদিকে, অশান্তি মামলায় পক্ষপাতীত্বের অভিযোগ তুলেছেন নিহত অভিজিত সরকারের দাদা। বেলেঘাটায় খুন হওয়া বিশ্বজিৎ সরকার সিবিআইয়ের কাছে বেশ কয়েকজন পুলিশ অফিসারের নামে অভিযোগ জানিয়েছেন। এরপরেই এই মামলার তদন্তের স্বার্থে জেলাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই কর্তারা।

 

আরও পড়ুন: রাজনীতির রঙে নয় এবার উৎসবের আনন্দে মেতে বৈচিত্র্যের মধ্যে ঐক্যতা আনলেন অদিতি

 

প্রসঙ্গত, ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই তদন্তের জন্য ৪টি সিট গঠন করা হয়েছে। প্রতিটি সিট-এর মাথায় একজন করে জয়েন্ট ডিরেক্টর রাখা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। আদালতের রায়কে মান্যতা দিয়ে সারা রাজ্যের পুলিশকে ভোট পরবর্তীতে হিংসা, খুন এবং ধর্ষণের রিপোর্ট সিবিআই দফতরে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো মঙ্গলবার সকাল থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে রিপোর্ট জমা দিতে আসে পুলিশ। বারাসত জেলা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে রিপোর্ট নিয়ে সিবিআই দফতরে আসতে দেখা গিয়েছে।