প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল নদিয়ায়, গ্রেফতার দুই

0
48

নিউটাউন: রাজ্যজুড়ে একের পর এক প্রতারণার ঘটনা সামনে আসছে। প্রায় কয়েক দিনে বেড়ে গিয়েছে ভুয়ো কাণ্ডের ঘটনা। কখনো ভুয়া পুলিশ, কখনো বা হাসপাতালে ভুয়ো কর্মী, আবার কখনও ভুয়ো সিবিআই অফিসারের কাণ্ড উঠে আসছে।

এই সমস্ত কাণ্ডে অসংখ্য মানুষ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন। প্রতারণার শিকার হচ্ছেন রাজ্যবাসী। ফের একবার এক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল নদিয়াতে। ভুয়ো জমি ও জাল দলিল দেখিয়ে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আহিদ আলী মোল্লা ওরফে রোহিত মণ্ডল। সে নদিয়া জেলার বাসিন্দা। গত ২৮ তারিখ তাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও এক পাণ্ডাকে গ্রেফতার করা হয়। গতকাল রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের খলিশা কোটা এলাকা থেকে সঞ্জয় বৈদ্য নামে একজনকে গ্রেফতার করে। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।

সূত্রের খবর, এক ব্যবসায়ী নিউটাউন থানায় মার্চ মাসে অভিযোগ করেন যে, তার সঙ্গে নদিয়ার বাসিন্দা আহিদ আলী মোল্লার সঙ্গে পরিচয় হয়। অভিযুক্ত ব্যক্তি তাকে বলে নদিয়াতে বিঘা পাঁচেক জমি বিক্রি রয়েছে বলে জানায়। সেই মত অভিযোগকারী জমি দেখতে যায়। জমি দেখে তার পছন্দ হয়। এরপর জমির কাগজ চাইলে তাকে জমির কাগজ দেয়। সেই অনুযায়ী জমি কেনার জন্য আহিদ আলী মোল্লাকে প্রায় এক কোটি টাকা দেয় নিউটাউনের একটি হোটেলে বসে।

অভিযোগ, এই টাকা দেওয়ার পর যখন জমি হস্তান্তরের সময় আসে সেই সময় তাকে ঘুরিয়ে যাচ্ছিল। একটা সময় আসে সে তার মোবাইল বন্ধ করে দেয় আর কোনও যোগাযোগ করতে পারছিলেন না ওই ব্যবসায়ী। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এরপর তিনি নিউটাউন থানায় অভিযোগ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গত ২৮ তারিখ আসানসোল থেকে অভিযুক্ত আহিদ আলী মোল্লাকে গ্রেফতার করে। তাকে বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় বৈদ্যর নাম উঠে আসে। এর পরই পুলিশ সঞ্জয়ের খোঁজ শুরু করে। এরপর গতকাল রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের খলিশা কোটা থেকে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, এর আগেও এরকম অনেকের সঙ্গেই প্রতারণা করেছে অভিযুক্তরা। আহিদ আলী মণ্ডলকে সব রকম কাজে সাহায্য করেছিল অভিযুক্ত সঞ্জয়। শুধু তাই নয় এই ঘটনার তদন্ত শুরু হওয়ার পর আহিদকে আশ্রয়ও দিয়েছিল সঞ্জয়।