ভ্যাকসিন না মেলায় ধৈর্য্যের বাঁধ ভাঙল স্থানীয়দের

0
39

খাস খবর ডেস্ক: আবারও ভ্যাকসিন নিতে গিয়ে দুর্ভোগে পড়ল স্থানীয়রা। পর্যাপ্ত ভ্যাকসিন না মেলায় ক্ষোভ ফেটে পড়ল তারা। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিলো। কিন্তু সকাল থেকেই দেখা যায় প্রথম ডোজ নেওয়ার জন্য প্রায় দুশোরও বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। হাসপাতালেরপক্ষ থেকে তাদেরকে জানানো হয় এদিন শুধুমাত্র ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তখনই ক্ষোভে ফেটে পড়ে লাইনে থাকা কয়েকশো মানুষজন।

- Advertisement -

গ্রাহকদের দাবি ভ্যাকসিন নেওয়ার জন্য কেউ দশ ঘন্টা, আবার কেউ এগারো ঘণ্টা লাইন দিয়ে আছে। গভীর রাত থেকেই মানুষজন ভ্যাকসিন এর জন্য লাইনে দাঁড়িয়ে ছিল এবং কেউবা প্রায় সাত কিলোমিটার রাতের অন্ধকারে হেঁটে ভ্যাকসিন দিতে এসেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথা তুলে তারা বিক্ষোভ দেখায়। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ যদি আগে থেকে এই বিষয়টি জানায় তাহলে গণ্ডগোল বাঁধে না।

আরও পড়ুন: আনসাং হিরোদের শ্রদ্ধা জানাতে মানবিকতার নজিরবিহীন উদ্যোগ

প্রথম ডোজের ভ্যাকসিন না মেলায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা ভ্যাকসিন কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ বাহিনী। স্থানীয় মানুষদের ক্ষোভ প্রশমিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। তারপরই সিদ্ধান্ত হয় একদিন আগে থেকেই জানিয়ে দেওয়া হবে আগামীদিনে কাদের ভ্যাকসিন দেওয়া হবে।

অন্যদিকে, ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করল অশোকনগরের বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অমানবিকভাবে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগরের ৮ নম্বর মোড় এলাকায়।

সূত্রের খবর, কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে আগত মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি জানায় অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ২০০জনকে ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই টিকাকরণ করা হবে । এই দাবি অবশ্য মানতে রাজি হননি দূর থেকে আসা গ্রাহকেরা । এরপরই উত্তেজিত জনতা অশোকনগর নৈহাটি রোড অবরোধকরে। যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয় । এমনকি বেশ কয়েকজনকেও আটক করেছে পুলিশ।