আনসাং হিরোদের শ্রদ্ধা জানাতে মানবিকতার নজিরবিহীন উদ্যোগ

0
66

কলকাতা: সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে যোগসূত্র স্থাপন করেন একজন সাংবাদিক। এই অতিমারিতেও যখন সাধারণ মানুষ ঘরে আটকে পড়েছেন, তখনও নিজেদের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করে চলেছেন সেই সাংবাদিক। অনেকসময় দেখা যায় তাদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ অনেকে প্রদর্শন করেন। তাই এবার সাংবাদিকদের কাজের স্বীকৃতি এবং সমাজে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (জেআইএমএসএইচ) এবং বজ বজ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিবিআইটি)।

কোভিডের কারণে যেসকল সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাঁদের শ্রদ্ধা জানাতে এবার তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসার কথা ঘোষণা করেছেন জেআইএমএসএইচ, বিবিআইটি। কলকাতা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কথা ঘোষণা করেছেন জেআইএমএসএইচ ও বিবিআইটির উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JIMSH & BBIT এর ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত, জেনারেল মেডিসিন JIMSH এর MD সহকারী অধ্যাপক ডঃ কৌশিক হাজরা,শিলাদিত্য বন্দোপাধ্যায়, অধ্যাপক এবং ডিন ডিপ্লোমা বিবিআইটি, অভিনেত্রী তুলিকা বসু, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

- Advertisement -

আরও পড়ুন: ১২ বছরের নিচে শিশুদের মায়েরাও এবার টিকাকরণের আওতায়

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন খবরের আপডেট সাধারণের কাছে পৌঁছে দেয়। এবার তাঁদের সম্মান জানাতে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ নিল জেআইএমএসএইচ, বিবিআইটি।

এদিনের এই অনুষ্ঠানে জিআইএমএসএইচ ও বিবিআইটির ভাইস চেয়ারম্যান কে কে গুপ্ত জানিয়েছেন, ”সংকটের সময়ে আমরা দেখেছি কিভাবে সাংবাদিকরা দিনরাত জাতির সেবা করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমরা এমন কিছু পরিবারকে চিকিৎসা প্রদান করতে সক্ষম হয়েছি যারা ভাইরাসের কারণে তাদের পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন। আমরা তাদের সাহসকে সালাম জানাই। জেআইএমএসএইচ, বিবিআইটি এমন ধরণের স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিক্ষা প্রদান করতে চায় যা সবার নাগালের মধ্যে থাকবে।”

ইতিমধ্যেই যেসকল সাংবাদিকদের পরিবার এই চিকিৎসার সুবিধা পেয়েছেন, তাঁদের নাম প্রকাশ করল উদ্যোক্তারা। তাঁরা হলেন, রাজীব ঘোষ(আজকাল), উদয় বসু (আজকাল),হরি রাম পান্ডে (সন্মার্গ), রনি রায় (আজকাল), অলোক ঘোষ (ওঙ্কার), অনুপ ধর (সংবাদ নজর) এবং দেবাশিস মালিক (প্রয়াগ) প্রমুখ।