একটানা নিজের ভাবমূর্তি ধরে রাখতে সক্ষম পেট্রোপণ্য

0
62

খাস খবর ডেস্ক: লাগাতার একইভাবে নিজের ভাবমূর্তি ধরে রেখেছে পেট্রোপণ্য। এই নিয়ে পরপর ৪ দিন একই রইল লিটার প্রতি জ্বালানির মূল্য। বৃহস্পতিবার শহর কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০১.৬২ টাকা, আর ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৭১ টাকা।

এবার একনজরে দেখে নেওয়া যাক দেশের আরও গুরুত্বপূর্ণ শহরগুলিতে লিটার প্রতি জ্বালানির দাম কত। তারা কিভাবে ধরে রেখেছে তার ভাবমূর্তি-

- Advertisement -

শহর        পেট্রোল     ডিজেল
দিল্লি          ১০১.১৯     ৮৮.৬২
মুম্বই          ১০৭.২৬    ৯৬.১৯
চেন্নাই        ৯৮.৯৬     ৯৩.২৬
বেঙ্গালুরু    ১০৪.৭০    ৯৪.০৪
ভোপাল      ১০৯.৬৩   ৯৭.৪৩
চণ্ডীগড়      ৯৭.৪০      ৮৮.৩৫
রাঁচি            ৯৬.২১      ৯৩.৫
লখনউ        ৯৮.৩০     ৮৯.০২
পটনা          ১০৩.৭৯    ৯৪.৫৫

প্রসঙ্গত, সেপ্টেম্বরের গোড়াতেই কিছুটা কমতে দেখা যায় পেট্রল-ডিজেলের দাম। মাসের প্রথম দিনেই দাম কমে জ্বালানির। তারপর গত ৫ তারিখ ফের দাম কমায় তেল সংস্থাগুলি। ফলে দু’দফায় কিছুটা কমে লিটার প্রতি পেট্রোপণ্যের মূল্য।

আরও পড়ুন: কৃষক বিক্ষোভ দমনে নয়া নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র

এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে পেট্রোপণ্যের মূল্য। তার প্রেক্ষিতেই প্রতিদিন দাম ধার্য করা হয়। নিজের শহরে জ্বালানির দাম কত, তা একটি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারেন ক্রেতা। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা নিজের শহরের আরএসপি কোড লিখে 9224992249 নম্বরে এসএমএস করলে তেলের মূল্য জানতে পারবেন।