মহম্মদের প্রকৃত চরিত্র জানলে মুসলিমরা লজ্জিত হবে: নরসিংহানন্দ

0
108

নয়াদিল্লি: সাংবাদিক সম্মেলনে মহম্মদকে নিয়ে কটুক্তি করে বিপাকে হিন্দু ধর্মগুরু এবং পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ সরস্বতী। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক মামলা। আপ বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানাতুল্লা খান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহের বৃহস্পতিবার। ওই দিন দিল্লির প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অখিল ভারতীয় সন্ত পরিষদের গাজিয়াবাদ শাখ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদ নিয়ে কটুক্তি করেন নরসিংহানন্দ। হজরত মহম্মদকে অত্যন্ত খারাপ মানুষ বলে দাবি করে তিনি বলেন, “মহম্মদের প্রকৃত চরিত্র অনেকেই জানেন না। তা জানতে পারলে বিশ্বের সকল মুসলিম ইসলাম নিয়ে লজ্জা পাবেন।”

- Advertisement -

হজরত মহম্মদ মহিলাদের সম্মান করতেন না এবং অমুসলিম ব্যক্তি অর্থাৎ তাঁর মতাদর্শকে অবজ্ঞা করা ব্যক্তিদের হত্যা করার কথা বলেছিলেন। সেই অনুযায়ী অনেক মানুষ চালিত হচ্ছেন বলেই বিশ্বে সন্ত্রাসবাদী হামলা ঘটছে ধর্মের নামে। এমনই মন্তব্য করেছিলেন হিন্দু ধর্মগুরু ইয়াতি নরসিংহানন্দ সরস্বতী। তাঁর ওই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই শুরু হয় বিতর্ক।

শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়া এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, “মহম্মদের অপমান কখনই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় শিক্ষক হিসাবে কাজ করা এই অপরাধীরা কি ইসলামের সাথে তাদের অপ্রাকৃত স্থিরতা অর্জন করতে পারে? এই ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার একমাত্র উদ্দেশ্যে ইসলামকে অবমাননা করছে।”