‘কেরলে সিএএ কার্যকর হবে না’, অমিত শাহ ফিরে যেতেই মন্তব্য বিজয়নের

0
384

তিরুবনন্তপুরম: কেন্দ্রের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন কেরলে চালু হবে না৷ এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ কয়েকদিন আগে দক্ষিণী রাজ্যে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, টিকাকরণ শেষ হলেই সিএএ কার্যকর করা হবে৷ তার জবাবে পিনারাই বিজয়ন জানিয়ে দেন, এই আইন রাজ্যে চালু হবে না।

সামনে যে’কটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে রয়েছে কেরলও৷ শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজয়ন বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোভিড টিকাকরণ শেষ হলেই ভারতে সিএএ কার্যকর হবে৷ এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট৷ রাজ্যে এই বিপর্যয় হতে দেবে না আমাদের সরকার৷ এই আইন কার্যকর করব না৷’’

- Advertisement -

উল্লেখ্য, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়াদের জনসভাতে এসে সিএএ নিয়েও একই কথা বলেছিলেন অমিত শাহ৷ তিনি বলেছিলেন, ‘‘কোভিড টিকাকরণ শেষ হলেই সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷’’ উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় প্রতিবেশী তিনটি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ২০১৫ সালের আগে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে৷