“কেন ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করল বাংলা’ জানতে চেয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের

0
107

নয়াদিল্লি: বাংলায়  ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী এই ছবিকে বাংলায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেন। তার পর থেকেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সমালোচনায় সরব হয়েছে। এবার পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিষিদ্ধ হওয়ার পিছনে যুক্তি জানতে চাইল সুপ্রিম কোর্ট।

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ যারা এই বিষয়টি  পর্যবেক্ষণ করেছেন তাঁরা আজ শুক্রবার জানতে চেয়েছেন, “পশ্চিমবঙ্গ কেন সিনেমাটি নিষিদ্ধ করল? এটি সারা দেশে চলছে।” শীর্ষ আদালত পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা বিরুদ্ধে নোটিশ জারি করেছে। যদিও তামিলনাড়ুতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়নি, থিয়েটার মালিকরা আইনশৃঙ্খলার উদ্বেগের কারণে এটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছিল। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি ‘দ্য কেরালা স্টোরি’ যেখানে  দাবি করা হয়েছে যে ৩২ হাজার  নারীকে জোর করে ইসলাম ধর্মে রূপান্তরিত করা হয়েছিল এবং তারা আইএসআইএস-এ যোগ দিয়েছিল। এই ছবির ট্রেলার মুক্তির পরেই বিতর্ক সৃষ্টি হয়। ছবিতে যা দেখানো হয়েছে তা বিরোধীরা মিথ্যা দাবি বলে অভিযোগ করেছে।

- Advertisement -

পশ্চিমবঙ্গ ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার প্রথম রাজ্য ছিল। এই ছবি রাজ্যে “শান্তি ভঙ্গের কারণ হতে পারে” বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছবির প্রদর্শন নিষিদ্ধ করেন। সোমবার একটি বিজ্ঞপ্তিতে, সরকার বলেছে যে এটি “রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ঘৃণা বা সহিংসতার কোনো ঘটনা” এড়াতে সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করেছে। তার পরেই সিনেমার নির্মাতারা বাংলার নিষেধাজ্ঞা নুয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। সুদীপ্ত সেন পরিচালিত এবং বিপুল শাহ প্রযোজিত ছবিতে কীভাবে একদল নারীকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করা হয়েছিল এবং আইএসআইএস সন্ত্রাসবাদী গোষ্ঠী দ্বারা নিয়োগ করা হয়েছিল তা চিত্রিত করা হয়েছে।