ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা

0
33

পাটনা: কুসংস্কার নিয়ে সতর্ককরণের পরেও এখনও ডাইনি অপবাদে মৃত্যুর খবর শিরনামে প্রায়ই দেখা যায়। ফের ডাইনি অপবাদে পুড়ে মরতে হল বছর পঁয়তাল্লিশের এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে বিহারের গয়াতে। ৫ নভেম্বরের এই ঘটনায় মোট ৬০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে ১৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে মহিলা রয়েছে ৯ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবারই ডাইনি অপবাদ দেওয়া হয় ওই মহিলাকে। তফসিলি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত রীতা দেবীকে ডাইনি অপবাদে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের একাংশ ডাইনি সন্দেহে তাকে জ্যান্ত পোড়ায় এবং তাঁর পরিবারের লোকজনকেও বেধড়ক মারধর করে। এমনকি পুলিশ যখন আক্রান্ত মহিলাকে উদ্ধার করতে যায় তখন স্থানীয়রা রাস্তা অবরোধ করে। পুলিশের কাজে বাধার সৃষ্টি করে স্থানীয়রা।

- Advertisement -

রীতা দেবীর পরিবারের তরফ থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন বয়ান রেকর্ড করতে পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। রীতা দেবীর বাড়িতে হাজির হয় পুলিশ। তাঁর পরিবার সহ অন্যান্য সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। SSP হরপ্রীত কাউর জানিয়েছেন, এই ঘটনায় মোট ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনায় জড়িত পলাতকদের খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমনকি যারা জড়িত তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপ্সহি তাদের তরফ থেকে মৃতার পরিবারকে নিরাপত্তা ও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।