আশ্চর্য কাণ্ড: মুখের বদলে পায়ের আঙ্গুলে মাস্ক ঝোলালেন মন্ত্রী

0
31

দেরাদুন: করোনাকে মানুষের থেকে দূর করার জন্য বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সেই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকার সকলকেই সতর্ক করে বলছেন মাস্ক ব্যবহারের কথা। সকলেই জানি যে মাস্ক ব্যবহার করা হয় মুখ ও নাক ঢাকার জন্য। কিন্তু সদ্য এক অবাক করা ছবি সামনে এসেছে। উত্তরাখণ্ডের মন্ত্রী জাতিস্মরানন্দকে বৈঠক করার সময় তাঁর পায়ের আঙ্গুলে ঝুলতে দেখা গেল মাস্ক।

উত্তরাখণ্ডের মন্ত্রী জাতিস্মরানন্দের মুখের বদলে পায়ের আঙ্গুলে মাস্ক ব্যবহারের ছবি হয়েছে ক্যামেরায় বন্দি। আর সেই ছবি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দেখেই জনসাধারণ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেই সঙ্গে উঠেছে সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া ছবিটিতে উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী সুবোধ ইউনিয়াল অন্যান্য রাজ্য মন্ত্রীর সাথে কথোপকথনের করছেন যেখানে মন্ত্রী জাতিস্মরানন্দকে দেখা গিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- শ্রীনগরে এনকাউন্টার, সেনার গুলিতে খতম দুই লস্কর জঙ্গি

বলে রাখা ভালো উত্তরখন্ড যেখানে করোনা বাড়ছে বলে সয়ং প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন সেখানের মন্ত্রীদের আলোচনার ভাইরাল হওয়া ছবিতে কোনও মন্ত্রীর মুখে মাস্ক দেখা যায়নি। উল্টে এক মন্ত্রীকে দেখা গেল পায়ের উপর পা তুলে পায়ের আঙ্গুলে মাস্ক ঝুলিয়ে রাখতে। জাতিস্মরানন্দ হরিদ্বার (পল্লী)-এর একজন বিধায়ক এবং উত্তরাখণ্ড সরকারের মন্ত্রিসভা মন্ত্রী। আখ এবং পল্লী উন্নয়নের মতো পোর্টফোলিওগুলির দায়িত্বে রয়েছেন তিনি।

আরও পড়ুন- জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল মোদী সরকারের নীতির পরিপন্থী: আসাদুদ্দিন

উত্তরাখণ্ডের মন্ত্রী জাতিস্মরানন্দ পায়ের আঙ্গুলে মাস্ক ঝুলিয়ে রাখার ছবি ভাইরাল হতেই রীতিমত চর্চা শুরু হয়েছে। যেখানে মন্ত্রীদের মানুষকে সতর্ক করার কথা সেখানে এই ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই চর্চা হবেই। করোনা আবহে এমনিতেই সকলকে পরিষ্কার পরিচ্ছন থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। আর সেখানে কিনা এক রাজ্যের মন্ত্রী পাশে কোথাও না রেখে সর্বত্র নানা জীবাণু নিয়ে ঘুরেবেড়ানো পায়ে ঝুলিয়ে রেখেছেন মাস্ক। সত্যি আশ্চর্য হওয়ারই কথা।