অনাহারের চোটে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে দিল মা

0
191

লখনউ: অভাবের কারণে জুটছে না খাওয়া। সেই কারণে দায় ঝেড়ে ফেলতে একই সঙ্গে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন খোদ জন্মদাত্রী।

করোনা প্রতিরোধে দেশ জুড়ে জারি করা হয়েছে লকডাউন। এই অবস্থায় কাজ হারিয়েছেন বহু মানুষ। অনাহারেও দিন কাটাতে হচ্ছে কিছু মানুষকে। তেমনই এক মহিলা হলেন ওই পাঁচ সন্তানের জননী।

- Advertisement -

রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলায়। ওই জেলার জেঘাংড়িবাদ এলাকার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের প্রবীণ কর্তারা। ডুবুরি নামিয়ে ওই শিশুদের খোঁজ চালান হচ্ছে।

অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। জেরায় সে জানিয়েছে যে দিনমজুরের কাজ করে তার চলতো। লকডাউনের কারণে তার কাজ চলে যায়। তখন থেকেই আর খাওয়া জুটছে না। সেই কারণেই দায় ঝেড়ে ফেলতে নিজের গর্ভে ধারণ করা পাঁচ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছে ওই মহিলা।

পুলিশ কর্তারা জানিয়েছেন যে এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ওই বাচ্চাগুলোকে উদ্ধার করা। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। বাকি তদন্ত সব পড়ে দেখা যাবে।