ট্রাম্পের আহ্বানে গুজরাতে গঠিত এক সংগঠন ঘিরে ঘোর বিপত্তি

0
93

আহমেদাবাদ: আগামীকালই ভারতের মাটি স্পর্শ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাত যাত্রা দিয়ে শুরু করবে তাঁর সফর। গুজরাতের একটি সংগঠন এই পুরো ব্যাপারটা দেখভালের দায়িত্বে আছে নাগরিক অভিনন্দন সমিতি। এই সমিতিতেই কিছু সদস্যের প্রয়োজন। সেই নিয়েই কথা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তৈরি এই সংগঠনটি মাত্র কয়েকদিনের জন্য তৈরি হয়েছে। মাত্র আট জন সদস্যের এই সংস্থাটি আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের অনুসারে গুজরাতের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কাজ দেখাশোনা করা হচ্ছে।

- Advertisement -

এর আগে, বিদেশমন্ত্রক বলেছিল যে ট্রাম্পকে স্বাগত জানাতে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নমস্তে ট্রাম্প’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করছে নাগরিক অভিনন্দন সমিতি। তবে মজার বিষয় এই যে, মন্ত্রণালয়ের উল্লেখ করার আগে এই সংস্থার কোনও অস্তিত্ব ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমারের কথায়,“নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর বিষয়টি নাগরিক অভিনন্দন সমিতি পরিচালনা করছে। কাকে আমন্ত্রণ জানাতে হবে সে বিষয়ে সমিতি সব সিদ্ধান্ত নিচ্ছে।”

সেখানেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, “গুজরাত সরকার তখন কেন একটা অজানা প্রাইভেট সত্তা কর্তৃক আয়োজিত ৩ ঘন্টা অনুষ্ঠানের জন্য ১২০ কোটি ডলার ব্যয় করছে?” তিনি আরও বলেন, “ভারত, তার গণ্যমান্য অতিথিকে যদি মূল্যবান বলে মনে করে, তবে কেন এই ইভেন্ট পরিচালনার দায়িত্ব একটি অদক্ষ সমিতির হাতে সম্পন্ন করল?”

মার্কিন রাষ্ট্রপতি সোমবার বিকেলে আহমেদাবাদ পৌঁছাবেন এবং তারপরে একটি দুর্দান্ত সংবর্ধনার জন্য মোটেরা স্টেডিয়ামে যাবেন। তবে সেখানেও বিপত্তি ঘটেছে। তাঁর জন্য সাজানো স্টেডিয়ামের একটি উল্লেখযোগ্য গেট হঠাৎই আজ ভেঙে পড়ে।সেই নিয়ে বিপাকে গুজরাত সরকার।